Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Ration Card: রেশন কার্ডধারীদের জন্য সুখবর, এখন মাসে দুবার করে রেশন পাবেন এইভাবে

ঝাড়খণ্ডের রেশন কার্ডধারীদের জন্য দারুন খবর। দীপাবলীর আগের রেশন কার্ডধারীদের বড় উপহার দিয়েছে, ঝাড়খন্ড সরকার। এর আওতায় গ্রীন রেশন কার্ডধারীরা এখন মাসে একবার নয় বরং দুবার করে রেশন পেয়ে যাবেন।…

Avatar

ঝাড়খণ্ডের রেশন কার্ডধারীদের জন্য দারুন খবর। দীপাবলীর আগের রেশন কার্ডধারীদের বড় উপহার দিয়েছে, ঝাড়খন্ড সরকার। এর আওতায় গ্রীন রেশন কার্ডধারীরা এখন মাসে একবার নয় বরং দুবার করে রেশন পেয়ে যাবেন। ডিসেম্বর ২০২৩, জানুয়ারি ২০২৪ এবং ফেব্রুয়ারি ২০২৪ এই তিন মাসের ব্যাকলগ একসাথে ক্লিয়ার করা হবে বলে জানানো হয়েছে সরকারের তরফ থেকে। প্রকৃতপক্ষে ২০২০ সালে ঝাড়খন্ড সরকার রাজ্য খাদ্য সুরক্ষা প্রকল্পের অধীনে গ্রীন কার্ড প্রকল্প চালু করে, যার মাধ্যমে প্রতি মাসে প্রতি কেজি ১ টাকা হারে চাল দেওয়া হয় সুবিধাভোগীদের। সম্প্রতি ঝাড়খন্ড সরকারের মন্ত্রিসভার বৈঠকে, রাজ্য খাদ্য নিরাপত্তা প্রকল্প গ্রিন রেশন কার্ডধারীদের সুবিধাভোগী সংখ্যা বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে। এতে গ্রীন রেশন কার্ডধারীদের তালিকায় আরো নতুন ৫ লক্ষ নাম যুক্ত হবে এবং তালিকাটি ২০ লক্ষ থেকে বেড়ে ২৫ লক্ষ হয়ে যাবে বলে জানা গিয়েছে।

এভাবে পাবেন দ্বিগুণ রেশনের সুবিধা

সেপ্টেম্বরের শেষের দিকে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সভাপতিতে অনুষ্ঠিত বৈঠকে ঝাড়খন্ড রাজ্য খাদ্য সুরক্ষা প্রকল্প পরিচালনার অনুমোদন দেওয়া হয় যা রাজ্য সরকারের অধীনে চালু করা হয়েছে। যোগ্য সুবিধাভোগীদের খাদ্য নিরাপত্তা প্রদানের জন্য একটি পরিবর্তিত আকারে অন্তর্ভুক্ত করা হয়নি এটাকে। ২০১৩ সালের জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের অনুযায়ী এই প্রকল্প অন্তর্ভুক্ত হয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কিভাবে দেওয়া হবে রেশন?

অক্টোবর মাসে ২০২৩ সালের ডিসেম্বরের রেশন ক্লিয়ার করা হবে বলে জানা গিয়েছে। ১ থেকে ১৫ তারিখের মধ্যে এই রেশন পাওয়া যাবে। ২০২৪ সালের অক্টোবরের রেশন পাওয়া যাবে ১৬ থেকে ৩১ তারিখের মধ্যে। জানুয়ারি ২০২৪ এর রেশন পাওয়া যাবে ১ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত। অন্যদিকে ১৬ থেকে ৩০ নভেম্বর ২০২৪ পর্যন্ত পাওয়া যাবে সেই মাসের রেশন। এর পাশাপাশি ডিসেম্বরের ১ থেকে ১৫ পর্যন্ত দেওয়া হবে ফেব্রুয়ারি ২০২৪ এর রেশন। তারপরে ১৬ থেকে ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত পাওয়া যাবে সেই মাসে রেশন।

About Author