Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Ration Card: এবার থেকে রেশনে পাবেন কম চাল গম, কত কিলো করে পাবেন রেশন?

এক ধাক্কায় বদল হয়ে গেল রেশন কার্ডের চাল এবং গম পাওয়ার নিয়মে। এবার আগের তুলনায় কম চাল দেবে সরকার, তবে আপনারা বেশি পেয়ে যাবেন গম। ১ নভেম্বর থেকে চালু হয়েছে…

Avatar

এক ধাক্কায় বদল হয়ে গেল রেশন কার্ডের চাল এবং গম পাওয়ার নিয়মে। এবার আগের তুলনায় কম চাল দেবে সরকার, তবে আপনারা বেশি পেয়ে যাবেন গম। ১ নভেম্বর থেকে চালু হয়েছে এই নতুন নিয়ম। চলুন তাহলে এই নতুন নিয়মের ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

গরিবদের জন্য এরকম অনেক প্রকল্প চালাচ্ছে সরকার

ভারত সরকার দেশে নাগরিকদের জন্য বেশ কয়েকটি নতুন প্রকল্প নিয়ে হাজির হয়েছে। দেশের কোটি কোটি মানুষ ভারতের বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পেয়ে আসছেন বহু বছর ধরে। বিশেষ করে দরিদ্র এবং অভাবী মানুষের জন্য এই ধরনের প্রকল্প চালু করা হয়েছে। ভারতে এখনো অনেক মানুষ আছেন যারা নিজেদের জন্য দুবেলা খাবারের ব্যবস্থা করতে পারেন না। ভারত সরকার এই সমস্ত লোকেদের খুব কম খরচের মধ্যে রেশন সরবরাহ করে থাকে যাতে তারা প্রতিদিন খাবার খেতে পারেন। এর জন্য ভারত সরকার মানুষদের জন্য রেশন কার্ড ইস্যু করে থাকে। কিন্তু সরকার এবারে নভেম্বর মাস থেকে রেশন কার্ডের নিয়ম পরিবর্তন করতে চলেছে। চলুন তাহলে এই পদক্ষেপের ব্যাপারে বিস্তারিত জানা যাক।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এবারে কম পাবেন চাল

ভারত সরকার আগামী নভেম্বর মাস থেকে রেশন কার্ড ধারীদের জন্য পরিবর্তন করে ফেলেছে নিয়ম। চাল এবং গমের জন্য নতুন নিয়ম কার্যকর করা হয়েছে সরকারের তরফ থেকে। আগের রেশন কার্ডে বিভিন্ন পরিমাণ রেশন পেতে গ্রাহক। সরকার আগে ৩ কেজি চাল দিতে এবং গম দিত ২ কেজি। কিন্তু এখন সরকার এই নিয়ম পরিবর্তন করে চাল এবং গমের পরিমাণ সমান করে দিয়েছে। অর্থাৎ এবার, ভারতের রেশন কার্ড ধারীরা ২ কেজির পরিবর্তে ২.৫ কেজি গম পেয়ে যাবেন। অন্যদিকে, গ্রাহকরা ৩ কেজির পরিবর্তে ২.৫ কেজি করে চাল পেয়ে যাবেন।

About Author