Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Ration Card: সরকারি আদেশে বদল, সেপ্টেম্বর থেকে ফ্রি রেশন বন্ধ হতে পারে এই রাজ্যে

রেশন কার্ডের সুবিধাভোগীদের জন্য আসছে বড় পরিবর্তন। আগামী ৩১ আগস্ট-এর মধ্যে যাঁরা তাঁদের রেশন কার্ডের ই-কে ওয়াই সি (e-KYC) সম্পূর্ণ করবেন না, সেপ্টেম্বর থেকে তাঁদের রেশন বণ্টন আপাতত বন্ধ করে…

Avatar

রেশন কার্ডের সুবিধাভোগীদের জন্য আসছে বড় পরিবর্তন। আগামী ৩১ আগস্ট-এর মধ্যে যাঁরা তাঁদের রেশন কার্ডের ই-কে ওয়াই সি (e-KYC) সম্পূর্ণ করবেন না, সেপ্টেম্বর থেকে তাঁদের রেশন বণ্টন আপাতত বন্ধ করে দেওয়া হবে। তিন মাসের মধ্যে প্রক্রিয়া শেষ না করলে তাঁদের নামই রেশন কার্ড তালিকা থেকে কেটে দেওয়া হবে।এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে কমিশনার ভূপেন্দ্র এস চৌধুরী-র জারি করা সরকারি চিঠিতে। নির্দেশ অনুযায়ী, জেলা খাদ্য ও সরবরাহ আধিকারিক এবং এনআইসি-কে এই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে বলা হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল, ০-৫ বছর বয়সী ইউনিটের ক্ষেত্রে আপাতত ছাড় দেওয়া হয়েছে।জেলা খাদ্য আধিকারিক দেবেন্দ্র প্রতাপ সিংহ জানিয়েছেন, সেপ্টেম্বর মাসের রেশন বিতরণ হবে সেপ্টেম্বর মাসে যাঁদের ইউনিট নথিভুক্ত থাকবে, তাঁদের ভিত্তিতেই। অর্থাৎ, ৩১ আগস্টের মধ্যে যাঁরা ই-কে ওয়াই সি করবেন, তাঁদের তথ্য হালনাগাদ করে ১ সেপ্টেম্বর থেকে কার্যকর করা হবে। তবে **অন্ত্যোদয় যোজনা**-র সুবিধাভোগীদের রেশন বরাদ্দে কোনও কাটছাঁট হবে না, যদিও তাঁদের অবশিষ্ট ইউনিটের জন্য ই-কে ওয়াই সি বাধ্যতামূলক থাকবে।বর্তমানে জেলায় মোট ৫৭,৫৩৭ জন অন্ত্যোদয় কার্ডধারী রয়েছেন, যাঁদের ইউনিট সংখ্যা প্রায় ২,০২,০৪১। পাশাপাশি, ৫,৮২,৩৭৫ জন সাধারণ কার্ডধারী পরিবারের ইউনিট সংখ্যা দাঁড়ায় ২৫,৯২,০০৫। এর মধ্যে প্রায় ৮৭ শতাংশ (১৯.৫৫ লাখ ইউনিট) ইতিমধ্যেই ই-কে ওয়াই সি সম্পন্ন হয়েছে। তবে এখনও প্রায় ৮.৩৮ লাখ ইউনিট প্রক্রিয়ার বাইরে রয়ে গিয়েছে।প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যাঁরা অন্য জেলায় বা রাজ্যের বাইরে কাজ বা বসবাস করছেন, তাঁরা সংশ্লিষ্ট এলাকার যেকোনও রেশন দোকানেই গিয়ে ই-কে ওয়াই সি সম্পূর্ণ করতে পারবেন। সরকার নির্দেশ দিয়েছে, ৩১ আগস্টের পর যাঁদের নাম এই তালিকায় থাকবে না, তাঁদের রেশন সরবরাহ বন্ধ করে দেওয়া হবে।
About Author