Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Ration Card: রেশন কার্ডের e-KYC না করা হলে এবারে ক্যানসেল হয়ে যাবে কার্ড, জানুন কি করতে হবে

সরবরাহ বিভাগ রেশন কার্ড যাচাই কাজ বর্তমানে একেবারে জোরকদমে শুরু করেছে। যাচাইকরণ শেষ হওয়ার পরে, যারা ই-কেওয়াইসি করেননি তাদের নাম বাদ দেওয়া হবে। বর্তমানে ভারতে এমন অনেক মানুষ রয়েছেন, যারা…

Avatar

সরবরাহ বিভাগ রেশন কার্ড যাচাই কাজ বর্তমানে একেবারে জোরকদমে শুরু করেছে। যাচাইকরণ শেষ হওয়ার পরে, যারা ই-কেওয়াইসি করেননি তাদের নাম বাদ দেওয়া হবে। বর্তমানে ভারতে এমন অনেক মানুষ রয়েছেন, যারা মৃত হলেও এখনো রেশন গ্রহণ করে চলেছেন। সেই মানুষদের নাম এই তালিকা থেকে বাদ দেওয়ার কাজ চলছে। উত্তরপ্রদেশের একাধিক জেলায় এই ধরনের মানুষের সংখ্যা প্রচুর। সেই কারণে, এখন উত্তরপ্রদেশের একাধিক জেলায় এই প্রক্রিয়া চলছে জোরকদমে।

সম্প্রতি আয়কর প্রদানকারী এবং কোটিপতি কৃষকদের নাম বাদ দেওয়া হয়েছে এই তালিকা থেকে। এমন লোকের রেশন কার্ড বাতিল করেছে সরবরাহ দফতর। এছাড়াও ই-কেওয়াইসি যারা করেননি তাদের রেশন কার্ডও একইভাবে বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলার ৩০,৯৮,০০০ ইউনিটের মধ্যে ১৯,৪৫,১৫২ ইউনিটের ই-কেওয়াইসি সম্পন্ন হয়েছে। যারা ই-কেওয়াইসি করেননি তারা নিখোঁজ বলে বিবেচিত হবে। ই-কেওয়াইসি সম্পন্ন হওয়ার পরে, রেশন কার্ড থেকে এই ধরনের লোকদের নাম মুছে ফেলা হবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

রেশন কার্ডধারীদের যাচাইয়ের জন্য ই-কেওয়াইসি প্রক্রিয়া চলছে। ৬২ শতাংশ ইউনিটের কেওয়াইসি করা হয়েছে। পাঁচ বছর বয়সি যাদের আধার তৈরি করা হয়েছে তাদের অভিভাবকদের এটি আপডেট করতে হবে, যাতে তারাও ই-কেওয়াইসি করতে পারে।

যোগ্যদের পরিবর্তে অযোগ্যদের রেশন দেওয়া হচ্ছে

উত্তরপ্রদেশের মহোবা জেলার কাবরাই উন্নয়ন ব্লকের গ্রাম পঞ্চায়েত চিছাড়ার প্রতিনিধি মনোজ সিং জেলা সরবরাহ আধিকারিক সহ ঊর্ধ্বতন আধিকারিকদের জানিয়েছেন যে, গ্রামের রেশনের দোকানটি অন্ধ শ্যামসুন্দরের নামে। স্বজনরা নির্বিচারে তা চালায় এবং সুবিধামত ফি আদায় করে অনেক অযোগ্যদের রেশন কার্ড তৈরি করে দেয়। যার কারণে যোগ্যরা রেশন পাচ্ছেন না।

প্রধান প্রতিনিধি বলেন, রেশন কার্ড তৈরি করা হয়েছে এমন লোকদের নামে যাদের বেশ কয়েক বিঘা জমির পাশাপাশি বড় গাড়ি রয়েছে। অনেক লোক তাদের চার চাকার গাড়িতে রেশন সংগ্রহ করতে আসে, কিন্তু কিছু লোক যোগ্য, তাদের কার্ড তৈরি করা হয়নি বা তাদের রেশন দেওয়া হচ্ছে না। প্রধান প্রতিনিধি মনোজ সিং তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

About Author