দেশনিউজ

Ration Card : বিনামূল্যে রেশনের সঙ্গে এবার বিশেষ জিনিস পাবেন গ্রাহকরা, বড় সিদ্ধান্ত সরকারের

Advertisement
Advertisement

রেশন কার্ড হোল্ডারদের জন্য রইল এক দুর্দান্ত সুখবর। এবার প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার (Pradhan Mantri Garib Kalyan Anna Yojana) আওতায় এখন থেকে রেশন কার্ডধারীদের বিনামূল্যে রেশন পাওয়ার জন্য ক্যারি ব্যাগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই ব্যাগের ধারণক্ষমতা হবে ১০ কেজি।

Advertisement
Advertisement

লোকসভা নির্বাচনের আচরণবিধি লাগু হওয়ার আগে রেশন কার্ডধারীদের এই ব্যাগ সরবরাহ করা হবে। ব্যাগ সরবরাহের দায়িত্ব ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার (এফসিআই) উপর ন্যস্ত করা হয়েছে। চলতি মাস থেকে ব্যাগ বিতরণ শুরু হবে। ডিএসও বিজয় প্রতাপ সিং বলেছিলেন যে লখনউতে ৭.৮০ লক্ষ কার্ডধারী রয়েছেন। এখনও পর্যন্ত এফসিআইয়ের কাছ থেকে ২.৯০ লক্ষ ব্যাগ পাওয়া গিয়েছে। এই ব্যাগগুলি প্রথমে শহরের কোটেদারগুলিতে পাঠানো হচ্ছে। কোটেডাররা কার্ডধারীদের ব্যাগগুলি বিতরণ করবে। ব্যাগ পেলেই পাওয়া যাবে। যত তাড়াতাড়ি সম্ভব তাদের সরবরাহ করা হবে।

Advertisement

Advertisement
Advertisement

তিনি বলেন, প্রধানমন্ত্রীর ছবির সঙ্গে কার্ডধারীদের দেওয়া ব্যাগে স্কিমের নাম লেখা রয়েছে। খাদ্য অতিরিক্ত কমিশনারের জারি করা আদেশ অনুযায়ী নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নের আগে ব্যাগগুলো বিতরণ করতে হবে। কোটেদারদের ব্যাগ বিতরণের জন্য একটি রেজিস্টার প্রস্তুত করতে হবে। এতে কোটেদার ব্যাঙ্ক রিসিভিং কার্ড হোল্ডারের নাম, রেশন কার্ড নম্বর, মোবাইল নম্বর লিখবে। স্বাক্ষর বা বুড়ো আঙুলের ছাপও প্রয়োগ করা হবে। বিভাগ কর্তৃক ব্যাগ বিতরণের এলোমেলো চেকিংও করা হবে।

Advertisement

Related Articles

Back to top button