করোনা মহামারীর পর থেকেই কেন্দ্র সরকার দেশবাসীর জন্য রেশন ব্যবস্থা আরো উন্নত করার পরিকল্পনা নিয়েছে। আপনি যদি সরকারের রেশন ব্যবস্থার সুবিধা নিয়ে থাকেন তাহলে আপনার জন্য আজকের এই প্রতিবেদন খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের জানিয়ে রাখি যে এবার আপনার আধার কার্ডের সাথে রেশন কার্ড লিংক করা বাধ্যতামূলক করা হয়েছে। এই আধার কার্ড এবং রেশন কার্ড লিঙ্ক না করলে আপনি আর রেশন পাবেন না। তবে এই আধার ও রেশন কার্ড লিঙ্কের সময়সীমা বাড়িয়েছে সরকার। আগে এই লিঙ্ক করার শেষ তারিখ ছিল ৩০ সেপ্টেম্বর। বিপুল সংখ্যক লোক এখনও এই কাজটি সম্পন্ন করতে পারেনি। তারপরে তারিখটি এখন ৩১ অক্টোবর ২০২৩ পর্যন্ত বাড়ানো হয়েছে।
আপনার যদি রেশন কার্ডের সাথে আধার কার্ড না যুক্ত থাকে, তাহলে বড় সমস্যায় পড়তে পারেন। নির্ধারিত সময়ের মধ্যে এই রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক না করলে রেশন কার্ড সাময়িকভাবে বাতিল করে দেওয়া হবে। আপনি জনসুবিধা কেন্দ্রে পৌঁছে অবিলম্বে এই কাজটি সম্পন্ন করতে পারেন। এছাড়াও আপনি অনলাইনে নিজের স্মার্টফোনের মাধ্যমে এই লিঙ্ক করতে পারেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআপনি আপনার বাড়িতে বসে নিজের স্মার্টফোনের মাধ্যমে মাত্র দু মিনিটে রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করতে পারেন। আপনার সুবিধার জন্য দেয়া হলো এই লিংক করার প্রণালীর স্টেপ বাই স্টেপ গাইড।
১) প্রথমে খাদ্য দফতরের ওয়েবসাইট www.wbpds.gov.in খুলুন।
২) এর পরে, ‘রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করুন’ বিকল্পটি নির্বাচন করুন।
৩) আপনার রেশন কার্ড নম্বর লিখুন।
৪) ‘লিঙ্ক আধার এবং মোবাইল নম্বর’ বিকল্পটি নির্বাচন করুন।
৫) এবার আপনার আধার নম্বর লিখুন।
৬) আপনার ফোনে একটি ওটিপি আসবে, এটি লিখুন।
৭) রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করুন।
৮) আধার-রেশন কার্ড লিঙ্ক হওয়ার পরে আপনি একটি এসএমএস পাবেন।