পশু বা পাখি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বিভিন্ন পোস্ট সবসময়ই আনন্দ দেয়। তেমনই একটি ভিডিও প্রকাশ্যে এসেছে যেখানে দেখা যাচ্ছে একটি ইঁদুর এক বিড়ালের সাথে পাল্লা দিয়ে লড়াই করছে। যা দেখে রীতিমতো চমকে গেছেন সবাই। কারণ যেখানে বিড়াল-ইঁদুরের খাদক-খাদ্য সম্পর্ক সেখানে এই লড়াই সত্যিই বিস্ময়কর। ভিডিওটি টুইটারে শেয়ার করেছেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের আধিকারিক সুশান্ত নন্দ।
When the cat discovers that the rat has COVD19? pic.twitter.com/zdLgsy4gbK
— Susanta Nanda IFS (@susantananda3) April 7, 2020
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowযেখানে দেখা গেছে যে, বিড়ালটি রাস্তায় ইঁদুর দেখেই আক্রমণ করতে গেলেও ওই ইঁদুর ভয়ে না পালিয়ে লড়াই করতে প্রস্তুত হয়। হলোও তাই, বিড়ালটি হামলা করতেই পাল্টা আক্রমণ করে ইঁদুরটি। শুধু তাই নয় বিড়ালটি যখন অবস্থা দেখে পালাতে চেষ্টা করে তখন তাকে ধাওয়া করে এলাকার বাইরে বের করে ওই সাহসী ইঁদুর। ওই অফিসার ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে একটি মজাদার কথাও লেখেন। যা ছিল “যখন বিড়ালটি জানতে পারে ইঁদুরের করোনাভাইরাস হয়েছে।” ভিডিওটি শেয়ার হতেই ৩০০ এর বেশি লাইক পড়েছে এবং ১০০ বারেরও বেশি রিটুইট করা হয়।
উল্লেখযোগ্য, করোনা মোকাবিলায় লকডাউনের জেরে ফাঁকা রাস্তাঘাট। ফলে বিভিন্ন জায়গায় বিভিন্ন বন্যপ্রাণীরা নজরে আসছে।
সাধারণ মানুষের অনুপস্থিতি উপভোগ করছে তারা।