২০২৩-এই মুক্তি পেয়েছে বিজয় থালাপতি ও রশ্মিকা মন্দনা অভিনীত ‘ভারাসু’। বক্সঅফিস কাঁপিয়ে দিয়েছে তাদের এই ছবি। উল্লেখ্য ছবির প্রায় প্রতিটি গানই বেজায় মন কেড়েছে দর্শকমহলের। আইপিএল টি২০ সেরিমনির শেষে গ্রীনরুমে ফিরে অভিনেত্রী নিজের অভিনীত এই ছবির হিট গান ‘ঝিমিকি পন্নু’র তালেই মেতে উঠেছিলেন। এদিন মানানসই পোশাকেও সেজে উঠেছিলেন তিনি। আপাতত, সেই ঝলক শেয়ার করে নিয়েই একাংশের মাঝে পুনরায় চর্চিত ও প্রশংসিত এই দক্ষিণী অভিনেত্রী।
Rashmika Mandana-র সেক্সি নাচের সামনে এসেছে, অভিনেত্রীর সিজলিং ভিডিও ভাইরাল হয়েছে (Watch Video)
দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির পাশাপাশি সেখানকার তারকাদের নিয়েও মিডিয়াতে এবং দর্শকদের মাঝে মাতামাতির শেষ নেই। তবে ২০২১'এর শেষে মুক্তিপ্রাপ্ত 'পুষ্পা: দ্যা রাইজ' এক তুমুল আলোড়ন সৃষ্টি করেছিল সকলের মাঝে। ছবির অভিনেতা…

আরও পড়ুন