Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কালো ব্যাকলেস ড্রেসে রেড কার্পেটে হেঁটে উপস মোমেন্টের শিকার রশ্মিকা, পোশাক দেখেই লোকজন বললেন – উরফী ২.০

এক্সপ্রেশন কুইন রশমিকা মন্দনাকে চেনেন না এমন মানুষ খুব কম। দক্ষিণের অভিনেত্রী হলেও এখন সারা ভারতেই চলছে তার জয়জয়কার। পুষ্পা, কমরেডের মত ছবি দিয়ে তিনি দক্ষিণের পাশাপাশি, উত্তর ভারতের দর্শকদেরও…

Avatar

এক্সপ্রেশন কুইন রশমিকা মন্দনাকে চেনেন না এমন মানুষ খুব কম। দক্ষিণের অভিনেত্রী হলেও এখন সারা ভারতেই চলছে তার জয়জয়কার। পুষ্পা, কমরেডের মত ছবি দিয়ে তিনি দক্ষিণের পাশাপাশি, উত্তর ভারতের দর্শকদেরও মন জয় করে নিয়েছেন। হয়ে গিয়েছেন ন্যাশনাল ক্রাশ। এই ক্রাশের তকমা যে হঠাৎ করেই পেয়েছেন অভিনেত্রী, সেটা বলা হয়তো ভুল। তার কেরিয়ারের বেশ কিছু ছবি ফ্লপও গিয়েছিল। একটা সময় ছিল যখন তিনি দক্ষিণের ইন্ডাস্ট্রি থেকে সরে যাওয়ার চিন্তাও করেছিলেন। তবে ২০১৯ সালে তার কেরিয়ার অন্যদিকে মোড় নেয়। সেই বছরই মুক্তিপ্রাপ্ত, গীত গোবিন্দম ছবিতে বিজয় দেবরাকোন্ডার সঙ্গে তার জুটি দক্ষিণের ইন্ডাস্ট্রিতে হঠাৎ করেই হয়ে ওঠে সুপারহিট। ব্যাস! আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। এই জনপ্রিয়তার উপরে ভর করে তিনি এখন বলিউড ছবিতেও অভিনয় করতে শুরু করেছেন। বলিউডে তার যাত্রা খুব একটা শুভ না হলেও, অভিনেত্রী হাল ছাড়তে নারাজ।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তার নতুন লুক

সোশ্যাল মিডিয়াতে সম্প্রতি রশ্মিকা মন্দনার একটি নতুন ভিডিও ভাইরাল হয়ে উঠেছে যেখানে তাকে দেখা যাচ্ছে একটি অনুষ্ঠানের মঞ্চে একটি বিতর্কিত পোশাকে। এই অনুষ্ঠানে রস্মিতা মন্দনা একটি কালো রংয়ের পোশাকে হাজির হন, যেখানে তার লুক দেখে অনেকেই প্রশ্ন চিহ্ন তুলেছেন তার দিকে। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া এই ভিডিওতে রশমিকাকে দেখা যাচ্ছে একেবারেই একটি নেটের কাজ করা পোশাকে এটা ছিল এটা অফ শোল্ডার পোশাক এবং তার সাথেই তিনি মাথায় একটা খোঁপা করেন এবং তার সাথেই ছিল একেবারেই সাধারণ মেক আপ। ফলে সব মিলিয়ে এই লুক বেশ আকর্ষণীয় ছিল। এর পাশাপাশি ছিল একটি লম্বা কালো রংয়ের ট্রেইল। তবে এই পোষাকে রেড কার্পেটে হেঁটে কিন্তু খুব একটা কমফোর্টেবল ছিলেন না তিনি। বরং, তাকে দেখা যায় বারবার নিজের পোশাক ঠিক করতে। ফলে তার পোশাক আকর্ষণীয় হলেও সব মিলিয়ে বিষয়টা খুব একটা সুখকর অভিজ্ঞতা নিয়ে আসেনি তার জন্য।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

নেটিজেনরা করলেন ব্যাপক কমেন্ট

সোশ্যাল মিডিয়াতে এই ছবিটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই নেটিজেনরা বিভিন্ন রকম কমেন্ট করতে শুরু করেছেন। অনেকে বলছেন তিনি একেবারেই ভালো পোশাক পড়েননি, এর থেকে অনেক ভালো পোশাকে এর আগে তাকে দেখা গেছে। অনেকে আবার বলেছেন, তিনি নিজে জোর করে বোল্ড হতে চাইছেন , তবে তার থেকে ন্যাশনাল ক্রাশ-র বড় দাবিদার সাই পল্লবী। অন্যদিকে, অনেকেই তাকে উরফি জাভেদের সঙ্গে তুলনা করে বলেছেন, তিনি এবারে যেনো উরফী জাভেদ ২.০ হয়ে উঠছেন।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

About Author