Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

গোলাপী বিকিনিতে রেশমি, অভিনেত্রীর নয়া রুপে উত্তাল সোশ্যাল মিডিয়া

অভিনেত্রী রেশমি দেশাই মানেই বিতর্কের ঝড়। কখনও সম্পর্ক নিয়ে, কখনও ব্যবহার নিয়ে। সম্প্রতি গোলাপি রঙের বিকিনিতে সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা ছড়ালেন রেশমি। রেশমির বিকিনি পরা ছবি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। নেটিজেনদের…

Avatar

অভিনেত্রী রেশমি দেশাই মানেই বিতর্কের ঝড়। কখনও সম্পর্ক নিয়ে, কখনও ব্যবহার নিয়ে। সম্প্রতি গোলাপি রঙের বিকিনিতে সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা ছড়ালেন রেশমি। রেশমির বিকিনি পরা ছবি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। নেটিজেনদের যথেষ্ট পছন্দ হয়েছে রেশমির ছবি। দর্শকরা রেশমিকে বরাবর টেলিভিশনের পর্দায় ‘সংস্কারী বহু’ রূপে দেখে এসেছেন। তাঁর এই ‘হট অবতার’ অনেকের চোখেই নতুন লেগেছে।

শিশুশিল্পী হিসেবে ইন্ডাস্ট্রিতে অভিনয় শুরু করেছিলেন রেশমি। স্টার ওয়ানের জনপ্রিয় সিরিয়াল ‘পরী হুঁ ম্যায়’তে দ্বৈত চরিত্রে অভিনয় করেছিলেন রেশমি। এই সিরিয়ালের মাধ্যমে রেশমি জনপ্রিয়তা অর্জন করেন। কিন্তু এর পরেই রেশমি ভোজপুরি ফিল্মে অভিনয় করা শুরু করেন। কারণ তাঁর হাতে ভালো কোনো কাজ ছিল না। পরবর্তীকালে রেশমি টেলিভিশন ইন্ডাস্ট্রিতে কামব্যাক করেন কালার্স চ্যানেলের জনপ্রিয় সিরিয়াল ‘উতরন’ -এর মাধ্যমে। ‘উতরন’-এ তাঁর অভিনীত চরিত্র তপস্যা রেশমিকে অসাধারণ সাফল্য এনে দেয়। দর্শকমহলে পছন্দ হয় রেশমির অভিনয়শৈলী।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

‘উতরন’-এর সেট থেকে রেশমির পরিচয় হয়েছিল অভিনেতা নন্দিশ সান্ধু’-র সাথে। নন্দিশ ও রেশমির গাঢ় প্রেম একসময় পরিণতি পায়। বিবাহিত জীবনে প্রথম দিকে সব কিছু ঠিকঠাক চললেও পরবর্তীতে নন্দিশ রেশমির উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন। এমনকি রেশমিকে জোর করে গর্ভপাত করান নন্দিশ। এই ঘটনায় রেশমি ডিপ্রেশনের শিকার হন। এছাড়া নন্দিশের সঙ্গে বহু নারীর বিবাহ-বহির্ভূত সম্পর্ক ছিল। নন্দিশ রেশমির অর্থের অপব্যবহার করেন। একসময় রেশমি ব্যাঙ্করাপ্ট হয়ে যান। রেশমি বিবাহ বিচ্ছেদ চেয়ে আদালতে আবেদন করেন। বহু সমস্যার পর রেশমি ও নন্দিশের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। এর পরেই রেশমি কালার্স চ্যানেলে ‘দিল সে দিল তক’ সিরিয়ালে ‘শর্বরী’র চরিত্রে অভিনয় করেন।

এরপর তাঁর কাছে কালার্স চ্যানেলের জনপ্রিয় শো ‘বিগ বস 13’-এর অফার আসে। একই সময় বিগ বসের ঘরের বাইরে তিনি অভিনেতা আরহান খানের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। কিন্তু রেশমি ‘বিগ বস’-এর ঘরে ঢোকার পর আরহান খানের ওয়াইল্ড কার্ড এন্ট্রি হয় বিগ বস-এ। আরহান বিগ বসের ঘরে থাকাকালীন শোয়ের হোস্ট অভিনেতা সলমন খান এবং শোয়ের অপর প্রতিযোগী অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য আরহান খানের বৈবাহিক জীবনের কথা ফাঁস করেন যা রেশমি জানতেন না। জানা যায়, আরহান বিবাহিত এবং তাঁর সন্তান রয়েছে। সলমনের সামনে আরহানও এই কথা স্বীকার করেন। আরহান বিবাহিত জানার পর রেশমি আরহানের সঙ্গে সম্পর্ক ভেঙে দেন। এই মুহূর্তে রেশমি নিজের কেরিয়ার নিয়ে ব্যস্ত। রেশমির হাতে এখন বেশ কিছু ব্র‍্যান্ড এনডোর্সমেন্টের কাজ রয়েছে।

About Author