83: পারিশ্রমিকের পরেও বক্সঅফিসে ছবির লভ্যাংশে ভাগ বসাবেন রণবীর সিং

Advertisement

Advertisement

আর অপেক্ষা মাত্র একদিনের। ২৪’শে ডিসেম্বর বড়পর্দায় মুক্তি পেতে চলেছে কবীর খান পরিচালিত রণবীর সিং অভিনীত ‘৮৩’। ১৯৮৩’তে ক্রিকেট বিশ্বকাপ জেতার প্রেক্ষাপটেই তৈরি হয়েছে এই ছবি। সম্প্রতি এই ছবিই দিল্লিতে করমুক্ত হিসেবে ঘোষিত হয়েছে। এই ছবিতে রণবীর সিংয়ের অভিনয় অন্যতম আকর্ষণ। জানা গিয়েছে এই ছবিতে অভিনয় করার জন্য পারিশ্রমিক হিসেবে ২০ কোটি টাকা নিয়েছেন অভিনেতা। বিটাউনের খবর অনুযায়ী জানা গিয়েছে, এই ছবির লাভের অংশ থেকেও শেয়ার নেবেন রণবীর সিং। তবে সেই অর্থের পরিমাণ ঠিক কতটা তা এখনো পর্যন্ত জানা যায়নি।

Advertisement

 

Advertisement

এই বিগ বাজেটের ছবি নিয়ে উন্মাদনা রয়েছে দর্শকমহলে। বহু প্রতীক্ষিত এই ছবি অবশেষে মুক্তি পেতে চলেছে বড়পর্দায়। এই ছবির সাথে জড়িয়ে আছে অগণিত ভারতীয়দের আবেগ। এই ছবি খুব যত্নের সঙ্গে বানিয়েছেন সকলে। ৩৫’এর কাছাকাছি বিজ্ঞাপনের ব্র্যান্ডকে যুক্ত করা হয়েছে এই ছবির সাথে। ছবির ট্রেইলার মুক্তি পেতেই তা স্পষ্ট হয়েছে। প্রতিটি বিজ্ঞাপন সংস্থাকে ২০ লাখ থেকে ১ কোটি টাকা পর্যন্ত দিতে হতে পারে বলেই জানা গিয়েছে। খুব স্বাভাবিকভাবেই এই ছবি যে ভালই আয় করবে তা নিয়ে কোনো সন্দেহই নেই।

Advertisement

 

এই ছবিতে রণবীর সিংকে কপিল দেবের ভূমিকায় দেখা যাবে। এই ছবিতে কপিল পাজির স্ত্রী রোমির চরিত্রে দেখা যাবে দীপিকা পাডুকোনকে। এই ছবি শুধুমাত্র হিন্দিতে নয় তামিল, তেলুগু, কন্নড়, মালায়ালম ভাষাতেও মুক্তি পেতে চলেছে।

 

এই ছবিতে অভিনয় করার জন্য রণবীর সিং দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম চালিয়ে গিয়েছেন। তার কথা থেকেই জানা গিয়েছে ‘সিম্বা’ ছবিতে অভিনয় করার পর থেকেই এই ছবির জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছিলেন তিনি। নিজের শরীরের অতিরিক্ত পেশীবহুলতা কমিয়েছেন তিনি। এমনকি কপিলদেবের কাছে এই ছবিতে অভিনয়ের জন্য ট্রেনিংও নিয়েছেন রণবীর সিং। দীর্ঘদিন ব্যাটিং-বোলিং-এর অনুশীলন করে গিয়েছেন। কোকিল পাখির বিশেষ ধরনের ব্যাটিং এবং বোলিং স্টাইল ছিল সেগুলোও দীর্ঘ অনুশীলনের পর কিছুটা হলেও রপ্ত করতে পেরেছিলেন তিনি। বলাই বাহুল্য, ‘৮৩’তে অভিনয় করার জন্য দীর্ঘ পরিশ্রমের মধ্যে দিয়ে যেতে হয়েছে তাকে। এই মুহূর্তে সকলেই এই ছবি বড়পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন। উল্লেখ্য, এই ছবি থ্রিডিতেও দেখতে পাবেন দর্শকরা।

Recent Posts