Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

রণবীরের গালে ঘনিষ্ঠ চুমু, ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ফাঁস করলেন দীপিকা

কৌশিক পোল্ল্যে: রণবীর সিং ও দীপিকা পাডুকোনের জুটি রুপোলি পর্দায় যতখানি মধুর ঠিক ততটাই জমকালো তাদের দাম্পত্য জীবন। ধর্মেন্দ্র-হেমামালিনী, ঋষি-নিতু জুটির পর বলিউড আবারো উপহার পেয়েছে এক অভিনেতা-অভিনেত্রীর সেলেব দম্পতি,…

Avatar

কৌশিক পোল্ল্যে: রণবীর সিং ও দীপিকা পাডুকোনের জুটি রুপোলি পর্দায় যতখানি মধুর ঠিক ততটাই জমকালো তাদের দাম্পত্য জীবন। ধর্মেন্দ্র-হেমামালিনী, ঋষি-নিতু জুটির পর বলিউড আবারো উপহার পেয়েছে এক অভিনেতা-অভিনেত্রীর সেলেব দম্পতি, রণবীর ও দীপিকার রূপে। দীপিকা যেমন পরিচিত তার বলিষ্ঠ ব্যক্তিত্ব ও সাবলীল অভিনয়ের কারনে ঠিক তেমনই রণবীর পরিচিত তার উদ্ভট ফ্যাশন সেন্স ও মানুষকে হাসাতে পারার কৌশলের কারনে। দুজনের বিয়ের পর থেকে তাদের গপ্পো নিয়েই তুমুল চর্চা চলে বি-টাউনে।

আর একটি মজাদার বিষয় হল দুজনেই সারাদিনের খুঁটিনাটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মাতিয়ে রাখেন নেটদুনিয়া, আর সেই সমস্ত ছবি বা ভিডিও ভীষন পছন্দও করেন নেটাগরিকরা। সম্প্রতি বিভিন্ন মিষ্টির সঙ্গে সাদৃশ্য রেখে ট্রেন্ড মেনে সেই মিষ্টির রঙের আউটফিট পরিহিত ছবি পোস্ট করেন রণবীর যার খুবই প্রশংসিত হয়েছে। তাই দীপিকাও বা কম যান কি করে! তিনিও পোস্ট করেই ফেললেন এমন এক ভিডিও যা মুহূর্তেই ভাইরাল। ভালোবাসার এমন নিদর্শনে মুগ্ধ নেটপাড়া।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now
 
View this post on Instagram
 

World’s Most Squishable Face!!!? #cutie @ranveersingh

A post shared by Deepika Padukone (@deepikapadukone) on

রনবীরের গালে তিনি দিয়ে বসলেন এক ঘনিষ্ঠ চুমু। ব্যক্তিগত মুহূর্তের এই ভিডিও পোস্ট করার প্রায় সঙ্গে সঙ্গেই তা চলে যায় ভাইরালের তালিকায়। দুজনের অসাধারন রসায়নে তাদের অনুরাগীরা লিখছেন, “তোমাদের এভাবেই দেখতে ভালো লাগে সবসময়।” সিনেমাপ্রেমীদেরও একই অভিমত। রণবীর কাপুরের বদলে এই সিং জি’ই দীপিকার জীবনে বাড়তি পাওনা যা স্বীকার করে নিয়েছেন অভিনেত্রী, তবে খুনসুটির মধ্যে দিয়েই তাদের সময় কাটে বক্তব্য রণবীরের।

About Author