Ranu Mondal: পরনে হলুদ রঙের নাইটি, নিজের মতো করে নাচ-গানে মাতলেন রানাঘাটের রানু মন্ডল, রইলো ভিডিও

Advertisement

Advertisement

নদীয়ার রানাঘাটের লতাকন্ঠের তকমা পাওয়া রানু মন্ডলের কথা মনে পড়ে? যার একটি গাওয়া গান স্টেশন প্ল্যাটফর্মে ভিক্ষাবৃত্তি ছেড়ে মুম্বাইতে রুপোলী নগরে পৌছে যাওয়া। এক গান এই রানুকে রাতারাতি স্টার করে দিয়েছিল। হিমেশ রেশমিয়ার সঙ্গে জুটি বেঁধে গান গেয়ে জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছে গিয়েছিলেন রানু। রীতিমতো তারকার সম্মান পেয়েছিলেন এই রানু মন্ডল। অবশ্য এই ট্যালেন্ট অতীন্দ্রর হাত ধরে গোটা ভারতবর্ষে ছড়ায়। যে ছেলে নিজের ফোনে ‘এক প্যায়ার কা নাগমা হ্যায়’ গানের একটি ছোট ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল করলেন।

Advertisement

একদিকে যেমন নিজের কন্ঠের জন্য একদিন সোশ্যাল মিডিয়াতে জনপ্রিয়তা পেয়েছিলেন আজ তেমনি নিজের দুব্যবহারের জন্য আকাশ থেকে মাটিতে এসে পড়েছিলেন রানু মন্ডল। রানাঘাট স্টেশন থেকে পাড়ি দেন বলিউডে। কিন্তু যার হাত ধরে এত সম্মান তাকেই ভুলে গিয়েছিলেন গায়িকা নিজেই। একটি সাক্ষাৎকারে এই অতীন্দ্রকে ভগবানের চাকর বলে তকমা দিয়েছিলেন। ব্যাস! এরপরই মানুষ আর রানুকে পছন্দ করছিলেননা।

Advertisement

গত বছর লকডাউন থেকেই রানুর বাস রানাঘাটের এক ভাড়া বাড়িতে। এবছর করোনার দ্বিতীয় ওয়েভে লকডাউন শুরু হয় রাজ্যে। এখন কেমন আছেন এই গায়িকা? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছ। যেখানে আরো একবার দেখা গিয়েছে রানুকে। তবে এখন তিনি আর কোনো বড় সেলিব্রেটি নয়। দিন আনি দিন খাওয়া অবস্থা গায়িকার। রানাঘাটের এক চার্চের পাশে একটি বাড়িতে এখন থাকেন রানু। আগের দিনের ভাত বেচে থাকলে ফের ফুটিয়ে খান পরের দিন।

Advertisement

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে হলুদ রঙের নাইটি পড়ে রানু মন্ডল গলা ছেড়ে গান গাইছেন নিজের মতো করে। কখনো শেরাওয়ালি গান তো কখনো ক্লাসিক গান গাইছেন। আবার মাঝে মাঝে হাত-পা নেড়ে নাচও করছেন। তবে নাচের সাথে সাথে সামনে গ্যাস জ্বালিয়ে রান্না করছেন। তার এই অসাধারণ কাজ দেখে নেটিজেনরা খুব অবাক হয়েছেন। আনন্দে কাটাতে ভালোবাসেন। কিন্তু মাঝে মাঝে এই গান আর নাচ করার জন্য তিনি খুব খারাপ ভাবে ট্রোলের শিকার হন। আসলে তিনি আনন্দ থাকতে ভালোবাসেন। অনেকেই রানুকে এই ভাবে দেখে ভালোবাসা জানিয়েছেন তো অনেকে ট্রোলিং। তবে এসব তিনি বোঝেননা। নিমেষে ভাইরাল হয় এই ভিডিও পোস্ট

Recent Posts