সম্প্রতি একটি রিল ভিডিও ভাইরাল হতে দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। সেই ভিডিওতে বলিউডের গানের তালে এক যুবকের বাইকের পিছনে বসে থাকতে দেখা গিয়েছে রানুদিকে। বলিউডের অন্যতম জনপ্রিয়, হিট ছবি ‘কৃশ’। পর্দায় এই ছবিতে রেখার পাশাপাশি হৃত্বিক রোশন ও প্রিয়াঙ্কা চোপড়াকে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল। সম্প্রতি সেই ছবিরই অন্যতম জনপ্রিয় গান ‘দেখো পাবান ভি লেহরা রাহি হে’এর তালেই ঐ যুবকের সাথে দেখা গিয়েছে তাকে। বাইকে নীল রঙের একটি ফ্রক পরেই বসে থাকতে দেখা গিয়েছে রানুদিকে। বাইকে ঐ যুবকের সাথে বসে উল্লেখ্য গানের সাথে তাল মেলাচ্ছিলেন তারা। ‘রোহান শাহ’ নামের একটি ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে সাম্প্রতিক এই ভাইরাল হওয়া ভিডিওটি শেয়ার করে নেওয়া হয়েছে। উল্লেখ্য, এই ইনস্টা অ্যাকাউন্টে চোখ রাখলেই রানু মন্ডলের একাধিক রিল ভিডিও চোখে পড়বে।সাম্প্রতিক ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই নেটজনতার একাংশের মাঝে পুনরায় কটাক্ষের তীরে বিদ্ধ হয়েছেন রানু মন্ডল। তাদের একাংশের মতে, ভিডিওটি দেখে বিক্রম বেতালের কথা মনে পড়ে যাচ্ছে তাদের। হাসি থামছে না একাংশের। এই ভাইরাল হওয়া ভিডিওটির কমেন্টবক্সে চোখ রাখলেই এমন নানা ধরনের মন্তব্য চোখে পড়বে সকলের।
Ranu Mondal: হাঁটুরবয়সী যুবকের সাথে বাইকে রোমান্স করলেন রানাঘাটের রানুদি, কটাক্ষের সুর চড়ল নেটমহলে
সমাজকর্মী অতীন্দ্র চক্রবর্তীর দৌলতে সোশ্যাল মিডিয়ার হাত ধরেই মানুষের মাঝে সাময়িক স্টার হয়েছিলেন রানাঘাটের রানু মন্ডল। একটা সময় রানাঘাটের স্টেশনে বসে গান গেয়ে ভিক্ষা করতেন তিনি। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল…

আরও পড়ুন