Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ক্যাটরিনা, জ্যাকলিনের সঙ্গে নাচলেন রানাঘাটের রাণু মণ্ডল, ভক্তরা বানালেন ভাইরাল ভিডিও

রকেটের গতিতে উত্থান হয়েছিল রানাঘাটের রাণু মণ্ডলের। কিন্তু হঠাৎ করেই ছন্দপতন হয়! কোথায় গেল সেই রাণু ম্যাজিক? লাইমলাইট থেকে এক ধাক্কায় অনেকটা দূরে সরে গেছেন রাণু মণ্ডল। গত বছরেই পুজোর…

Avatar

রকেটের গতিতে উত্থান হয়েছিল রানাঘাটের রাণু মণ্ডলের। কিন্তু হঠাৎ করেই ছন্দপতন হয়! কোথায় গেল সেই রাণু ম্যাজিক? লাইমলাইট থেকে এক ধাক্কায় অনেকটা দূরে সরে গেছেন রাণু মণ্ডল। গত বছরেই পুজোর প্যান্ডালে রাণুর তেরি মেরি গান বেজেছিল। হঠাৎ করেই উধাও হয়ে গেলেন রানাঘাটের এই শিল্পী। অবশ্য এই ব্যপারে নেটিজেনরা বলছেন, রাণুর অহঙ্কার ওঁর পতনের কারণ। রাণু তাঁর ফ্যানেদের সঙ্গে খারাপ আচরণ করেন, এর জন্যেই রাণু অনেকটা দূরে সরে গিয়েছেন।

মুম্বাই যাওয়ার পরপর রাণু রানাঘাটের পুরনো বাড়ি ছেড়ে নতুন বাড়িতে ওঠেন। কিন্তু লকডাউনের আগে ফেব্রুয়ারি মাস নাগাদ জানা যায়, নতুন বাড়ি ছেড়ে পুরনো বাড়িতেই ফিরে গিয়েছেন রাণু। ইদানিং তিনি নাকি তেমন কোন কাজের অফার পাচ্ছেন না, এমনটাই জানান যায় নেটিজেনদের থেকে। উল্লেখ্য, গত বছর ডিসেম্বর মাসে কাতারে বসবাসকারী ভারতীয়দের নিজস্ব সংগঠন আমন্ত্রণ জানায় রাণুকে। সেখানে ছিলেন হিমেশ নিজেও। আয়োজকরা শিল্পীদের নিয়ে যান একটি শপিং মলে। ভিতরে এক বাঙালি মহিলা সেলফি তোলার জন্য পিছন দিক থেকে রানুকে ডাকেন। আর তাতেই রাণু চটে গিয়ে তাঁকে প্রকাশ্যে অপমান করেন। রাণু বেজায় চটে গিয়ে বলেন ‘টাচ করবেন না! আমি এখন সেলিব্রিটি’! এরপর থেকেই রাণুর ম্যাজিক ভ্যানিশ হতে শুরু করেছিল।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এরমধ্যে, রাণু মণ্ডল একটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে ত্রাণের আবেদন করেছিলেন। সাড়াও পেয়েছিলেন। কিন্তু তারপরেও শ্রোতাদের মন জয় করতে পারলেন না রাণু মণ্ডল। এখন সোশ্যাল মিডিয়ায় রাণু মণ্ডলের বিভিন্ন হাস্যকর মিম ঘুরে বেড়াচ্ছে। একটা মিম ভীষণ ভাবে ভাইরাল হয়, যেখানে রাণু শর্ট ড্রেস পড়ে জারা জারা টাচ মি টাচ মি টাচ মি গানে নাচ করছেন। শুধু তাই নয়, জ্যাকলিন বাদশার বড় লোকের বেটি লো নিয়েও রাণু কে ট্রোল করা হয়েছে।

ক্যাটরিনা, জ্যাকলিনের সঙ্গে নাচলেন রানাঘাটের রাণু মণ্ডল, ভক্তরা বানালেন ভাইরাল ভিডিও

রাতারাতি যেমন স্টার হয়েছিলেন রানাঘটের রাণু, তেমনি অপছন্দের তালিকায় চলে যেতে থাকলেন রাণু!

https://www.facebook.com/MemesAsana/posts/105389234246627

About Author