Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Ranu Mondal : এবার রানুর সুরেলা কন্ঠে ‘মানিকে মাগে হিতে’! ফের সুপার ভাইরাল ভিডিয়ো

নেটদুনিয়ার দৌলতে এই মুহূর্তের নতুন ট্রেন্ডিং গান হল 'মানিকে মাগে হিথে’। সিংহলি ভাষার এই গানের তালে তাল মেলাননি এমন সোশ্যাল মিডিয়া ইউজার বোধহয় দূরবীনেও খোঁজ মিলবেনা। এই গানের মধ্যে এক…

Avatar

By

নেটদুনিয়ার দৌলতে এই মুহূর্তের নতুন ট্রেন্ডিং গান হল ‘মানিকে মাগে হিথে’। সিংহলি ভাষার এই গানের তালে তাল মেলাননি এমন সোশ্যাল মিডিয়া ইউজার বোধহয় দূরবীনেও খোঁজ মিলবেনা। এই গানের মধ্যে এক অদ্ভুত মাদকতা যা একবার শুনলে মন ভরছে না কারও। বার বার শুনছে। ইন্সটাগ্রাম রিল থেকে ফেসবুক স্টোরি, এমনকি বহু টিনেজ এই গান নিয়ে ড্যান্স কভার থেকে ফোনের কলার টিউন সর্বত্র এই গান বাজছে। যত দিন যাচ্ছে এই গানের জনপ্রিয়তা বেড়েই চলেছে। ইতিমধ্যেই বিভিন্ন আঞ্চলিক ভাষায় এই গানের সুরের সঙ্গে তাল মিলিয়ে তৈরি হয়েছে কভার।

এই গানের প্রভাব পড়েছে আমাদের বাংলাতেও। ফোনের কলার টিউন থেকে সকলের মুখে মুখে এখন ‘মানিকে মাগে হিতে’। এই গান বাদ যায়নি দুর্গা পুজোর থিম কিংবা রাজনৈতিক প্রচারে। এবার এই ট্রেন্ডিং গান গাইলেন রানু মণ্ডল। ইউটিউবার রন্ধন পরিচয়, সেই গানের একটি ভিডিয়ো শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে লাল রঙা টি শার্টের সঙ্গে ট্রাওজার পরে আছেন রানু। নিজের খালি গলায় গানটি সাবলীল ভাবে আর স্পষ্ট ভাষায় গাইলেন। ইওহানি ডি’সিলভা র গাওয়া এই গান ‘মানিকে মাগে হিতে’ র উচ্চারণ নকল করে দিব্যি হাসতে হাসতে নিজের মতো গান গাইছেন তিনি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

Ranu Mondal : এবার রানুর সুরেলা কন্ঠে 'মানিকে মাগে হিতে'! ফের সুপার ভাইরাল ভিডিয়ো

যিনি রানুর এই ভিডিও বানাচ্ছিলেন, সেই ইউটিউবারও শেষে প্রশংসা না করে পারলেন না, বললেন ‘অসাধারণ, অসাধারণ’। নিজের প্রশংসা শুনে হেসে লজ্জায় পড়লেন রানু। ইতিমধ্যেই এই ভিডি ৭৫ হাজারেরও বেশি মানুষ দেখে ফেলেছেন। লাইক করেছেন ২.৪ হাজার মানুষ। আর গানটি মুহূর্তে ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। শুধু তাই না, ভিডিয়োর কমেন্ট বক্স ভরেছে ভালোবাসা আর প্রশংসায়। নিমেষে ভাইরাল হয় এই ভিডিও।

উল্লেখ্য,২০১৯, লতা মঙ্গেশকরের র বিখ্যাত ‘এক পেয়ার কা নাগমা হ্যায়’ রানাঘাট স্টেশন্স গেয়ে ভাইরাল হয়েছিলেন রানু মণ্ডল। এরপর থেকেই তিনি চর্চায় উঠে এসেছিলেন। এরপর সুদূঢ় মুম্বইয়ের এক গানের অনুষ্ঠানে ডাক পাঠানো হয় তাঁকে। গান শুনে, সুরকার, হিমেশ রেশমিয়া রানুকে দিয়ে ‘হ্যারি হার্ডি অ্যান্ড হীর’ ছবিতে ‘তেরি মেরি কাহানি’ গানটি গাওয়ান। যা অনেকের কাছে প্রশংসা পায়। তবে রানু যার জন্য প্রথম শিরোনামে ওঠে, একটি সাক্ষাৎকারে সেই মানুষ অর্থাৎ অতীন্দ্রকে ভগবানের চাকর বলে তকমা দিয়েছিলেন। ব্যাস! এরপরই মানুষ আর রানুকে পছন্দ করছিলেননা। তারপরেই গত বছর করোনাতে নিজের জায়গাতে ফিরে আসেন রানু মন্ডল।

About Author