Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Ranu Mondal : লাল নাইটি পরে যুবকের সাথে ‘কমলা’ গানে উদ্দাম নাচ রানুদির, ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে আজকাল ভিডিও বানিয়ে পোস্ট করা ব্যাপক ট্রেন্ডিং হয়ে উঠেছে। অনেকেই নিজেদের প্রতিভার ভিডিও বানিয়ে বা অবাক করা কোনো ঘটনার সম্মুখীন হলে, তার ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট…

Avatar

সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে আজকাল ভিডিও বানিয়ে পোস্ট করা ব্যাপক ট্রেন্ডিং হয়ে উঠেছে। অনেকেই নিজেদের প্রতিভার ভিডিও বানিয়ে বা অবাক করা কোনো ঘটনার সম্মুখীন হলে, তার ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে জনপ্রিয়তা পেতে চায়। আবার অনেকের রুজিরুটি হয়ে উঠেছে এই সোশ্যাল মিডিয়ার ভিডিও বানানো। এছাড়া সোশ্যাল মিডিয়ার দৌলতে প্রতিভার ভিত্তিতে অনেকেই রাতারাতি স্টার হয়ে গিয়েছে। কথাটা কি বিশ্বাস হল না? আশা করি সকলেই রানাঘাটের রানু মন্ডলের নাম শুনেছেন। তাঁর লতাকণ্ঠি স্বরে একটি গান তাঁকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিয়েছিল।রানু মন্ডল চরম দরিদ্রতা জর্জরিত হয়ে রানাঘাটের রেলস্টেশনে ভিক্ষা করে দিন চালাতেন। হঠাৎ করেই একদিন তাঁর গান করার একটি ভিডিও ক্যামেরাবন্দী করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এক ব্যক্তি। ওই ভিডিও ভাইরাল হতেই গোটা দেশজুড়ে রানু মন্ডলের নাম ছড়িয়ে যায়। লতা মঙ্গেশকরের, “এক পেয়ার কা নাগমা হে” গানটি রানু মন্ডলের জীবনের ভোলবদল করে দিয়েছিল। প্লেব্যাক সিঙ্গার হিসেবে স্বপ্ননগরী মুম্বাইতে ডাক পেয়েছিলেন তিনি। তারপর হিমেশ রেশমিয়ার সাথে “তেরি মেরি কাহানি” গানে সুর দিয়ে গোটা দেশের কাছে উজ্জ্বল তারকা হয়ে উঠেছিলেন তিনি। তবে এমন চাকচিক্যপূর্ণ জীবন বেশিদিন স্থায়ী হয়নি তাঁর। অতিরিক্ত অহংকার এবং অনেকের সাথে দুর্ব্যবহারের জন্য শেষপর্যন্ত এখন রানাঘাটের ভগ্নপ্রায় বাড়িতে ফিরে এসেছেন রানুদি।তবে, বলিউড জীবন শেষ হলেও এখনো তার জনপ্রিয়তা একেবারেই শেষ হয়ে গেছে এটা কিন্তু বলা যায়না। মাঝেমধ্যেই অনেক ইউটিউবার তার ইন্টারভিউ নিয়ে থাকেন। এই ভিডিওগুলোতে আমরা দেখি অনেকেই তার জীবনের কথা শোনেন এবং তার সঙ্গে কথা বলেন। অনেকেই তার সাথে সময় কাটিয়ে তাকে কিছু সাহায্য ও করে থাকেন। এই সমস্ত করেই এখন তার দিন কাটছে। তাই রানু মন্ডল যে একেবারেই সোশ্যাল মিডিয়া থেকে একদম দূরে সরে গিয়েছেন সেটা কিন্তু বলা যায়না।এবারে এরকম একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে রানু মন্ডল এক যুবকের সাথে নাচ করেছে। এই ভিডিওটিতে আমরা দেখতে পাচ্ছি, তিনি একটি লাল রঙের নাইটি পরে তার ওপর একটি সবুজ সঙ্গে জ্যাকেট পরে রয়েছেন। তার সাথে সাথেই, আকৃতি কক্কর এবং শানের গাওয়া কমলা গানে নাচ করেছেন ওই যুবকের সঙ্গে। ভিডিওটি বেশ ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। দেখে নিন সেই ভিডিও।
About Author