Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ভক্তের ভালোবেসে আনা খাবার গালিগালাজ করে ছুঁড়ে ফেলে দিলেন অহংকারী রাণু মন্ডল! রইলো ভিডিও

নেটমাধ্যমের সূত্র ধরেই মানুষের মাঝে সাময়িক জনপ্রিয়তা পেয়েছিলেন রানু মন্ডল। স্টেশনে বসে গান গেয়ে ভিক্ষা করতেন তিনি। এক স্বহৃদয় ব্যক্তি অতীন্দ্র চক্রবর্তীর দৌলতেই তিনি ভাইরাল হয়েছিলেন সোশ্যাল মিডিয়ায় অসংখ্য নেটনাগরিকদের…

Avatar

By

নেটমাধ্যমের সূত্র ধরেই মানুষের মাঝে সাময়িক জনপ্রিয়তা পেয়েছিলেন রানু মন্ডল। স্টেশনে বসে গান গেয়ে ভিক্ষা করতেন তিনি। এক স্বহৃদয় ব্যক্তি অতীন্দ্র চক্রবর্তীর দৌলতেই তিনি ভাইরাল হয়েছিলেন সোশ্যাল মিডিয়ায় অসংখ্য নেটনাগরিকদের মধ্যে। এমনকি তার কথা পৌঁছে গিয়েছিল বলিউডের একাধিক তারকাদের কাছেও।

বলিউডের গায়ক-কম্পোজার হিমেশ রেশমিয়ার তৈরি করা একটি গানে তিনি প্লেব্যাকও করেছিলেন ঐ সময়ে। তবে পরবর্তীকালে আত্মঅহংকারের জন্যই তিনি আবারও ফিরে এসেছেন তার পুরোনো জায়গাতেই। বর্তমানে মানুষের কাছে কথায় কথায় হাসির খোরাক হন তিনি। এই মুহূর্তে গোটা সোশ্যাল মিডিয়ায় রানু মন্ডল ট্রোল কনটেন্ট হয়ে উঠেছেন। কোনো না কোনো কারণে তিনি ট্রোল হন নেটিজেনদের মধ্যে। তিনি নিজের অদ্ভুত সাজগোজ ও কর্মকাণ্ডের জন্যই প্রতিদিন হাসির খোরাক হয়ে ওঠেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

নেটিজেনদের একাংশের দাবি তিনি ভারসাম্যহীন মানুষ। আবার অনেকের মতে, তিনি সত্যিই যদি ভারসাম্যহীন হতেন তাহলে এমন গান গাইতে পারতেন না। তার গলায় সুর রয়েছে কিন্তু উপযুক্ত প্রশিক্ষণের অভাবে তিনি আজ এই অবস্থায় রয়েছেন। অনেকের মতে, এমন একজন অভাবী, দরিদ্র, ভারসাম্যহীন মানুষকে নিয়ে হাসাহাসি না করাই শ্রেয়। আজকের দিনে দাঁড়িয়ে নেটমাধ্যমে তাকে নিয়ে একাধিক খবর চোখে পড়ে।

সম্প্রতি এক যুবক রানু মন্ডলকে সাহায্য করার জন্য তার রানাঘাটের বাড়িতে গিয়েছিল মাছ-মাংস নিয়ে। সাথে নিয়ে গিয়েছিল কম্বল ও আরো কিছু সরঞ্জাম। তবে তাকে দেখা মাত্রই রানু মন্ডল জিজ্ঞাসা করে বসে সে কোলড্রিংস কেন নিয়ে আসেনি? আর তারপরেই মাছ ও পাঁঠার মাংসের প্যাকেট থেকে সমস্ত মাছ-মাংস জানলা দিয়ে ছুড়ে ফেলে দেয়। তারপরই তাকে বলতে শোনা যায় কেউ একজন তার জন্য কিছু নিয়ে আসবে বলেছিল সে আর আসেনি। এরপরেই ঐ যুবককে রীতিমতো গালাগালি দিয়ে বাড়ি থেকে বার করে দেন তিনি। সম্প্রতি এই ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হতেই ছি ছি করছেন সকলে।

টোটন ঘোষ নামের এক যুবক নিজের ইউটিউব চ্যানেল থেকে শেয়ার করেছেন এই ভিডিও। এই ঘটনা ঘটার পর তিনি ক্যামেরার সামনে বলেছেন, তিনি তাকে সাহায্য করার জন্যে জিনিসগুলি নিয়ে এসেছিলেন কিন্তু তিনি সমস্ত ছুঁড়ে ফেলে দিয়েছেন। এই ভিডিও দেখে অনেকের মত, এতকিছুর পরেও রানু মন্ডলের অহংকার এখনো যায়নি। ভিডিওর শেষে ঐ যুবক বলেছেন তাই এমন ব্যবহারের জন্যই তিনি সকল মানুষের কাছে কটাক্ষের শিকার হন। এমন মানুষের সাথে এমনটাই হওয়া উচিৎ।

এই ভিডিও দেখার পর নেটনাগরিকদের অধিকাংশ বলেছেন, যে মানুষ একদিন ভিক্ষা করে খেত, দুবেলা খাবার জুটত না, তার এমন অহংকার ভালো নয়। ক্যামেরার সামনে খাবার নষ্ট করার দৃশ্য নিয়েও বেশ সমালোচিত হয়েছেন তিনি। নিজের এমন কাণ্ডকারখানার জন্যই বারবার নেটদুনিয়ায় মানুষের কাছে খোরাক হয়ে ওঠেন রানু মন্ডল।

About Author