পুরনো বছরকে পিছনে ফেলে আমরা সামনে এগিয়ে এসেছি নতুন বছরটি নিয়ে। কিছুদিন আগেই গেল বাংলা নববর্ষ অর্থাৎ পহেলা বৈশাখ। এই পহেলা বৈশাখে আমরা পুরনো সমস্ত কিছুকে ছিড়ে ফেলে দিয়ে নতুন ভাবে শুরু করেছি। কিন্তু করোনা এখনো যেনো পিছু ছাড়তে চাইছে না। কিন্তু দুঃখ কখনোই চিরস্থায়ী হতে পারে না, অবশ্যই দুঃখের পরে একটা সুখের সময় আসবেই।
সেরকমটাই ঘটেছে রানাঘাটের স্টেশনের ভিখারি রানু মন্ডল এর সাথে। আপনারা প্রায় সকলেই জানেন রানু মন্ডল এর জীবনের কথা। প্রায় বছর ৬০ এর এই বৃদ্ধা হঠাৎ করে একদিন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছিলেন তার গলার গায়কির জন্য। অতীন্দ্র নামক একজন সোশ্যাল মিডিয়া তারকা তাকে লাইমলাইটে নিয়ে এসেছিলেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowতারপর স্টেশনের ভিখারী থেকে একদম সরাসরি বলিউডে প্রবেশ করলেন রানু মন্ডল। তারপর জনপ্রিয় সংগীত পরিচালক হিমেশ রেশমিয়া সঙ্গে রেকর্ড করলেন একটি গান। তেরি মেরি কাহানি গানের সাথে শুরু হল তার গানের জীবন।
আবারো সোশ্যাল মিডিয়ায় রানু মন্ডল এর একটি ভিডিও ভাইরাল হতে শুরু করেছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে রানু মন্ডল রাস্তায় দাঁড়িয়ে কেয়া হুয়া তেরা ওয়াদা গানটি গেয়েছেন। এই গানটি তখনকার একটি গান যখন রানু মন্ডল নিজে একজন স্টেশনের ভিখারিনী ছিলেন। তার ময়লা পোশাক আশাক, এবং তার মুখের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে, এটি অনেক পুরনো ভিডিও। কিন্তু এই ভিডিও দৌলতেই তিনি অতীন্দ্রর নজরে এসেছিলেন, তারপর বাকিটা ইতিহাস।