বলিউডবিনোদন

রানু মন্ডলের বাড়িতে জমজমাট আড্ডায় সিধু এবং টিম, গান রেকর্ড এর আগে হয়ে গেল মহড়া

রানু মন্ডলের বায়োপিক তৈরীর কাজ চলছে এবং এই ছবিতে সঙ্গীত পরিচালক হিসেবে রয়েছেন ক্যাকটাসের সিধু

Advertisement
Advertisement

রানাঘাটের ভাইরাল গায়িকা রানু মন্ডলকে নিয়ে এবার তৈরি হতে চলেছে বায়োপিক। আর এই সিনেমার সুরকার হতে চলেছেন বাংলা ব্যান্ড ক্যাকটাসের প্রতিষ্ঠাতা তথা প্রধান গায়ক সিধু ওরফে সিদ্ধার্থ রায়। সিদ্ধার্থ নিজে একটা গান গাইছেন ও আরেকটা গাইছেন রানু মন্ডলের সঙ্গে। তাই গান রেকর্ড এর আগে বৃহস্পতিবার সিদ্ধার্থ নিজের পুরো টিমকে নিয়ে হাজির হলেন রানু মন্ডল এর বাড়িতে অর্থাৎ রানাঘাটে। সেখানে উপস্থিত ছিলেন তার পরিচালক ঋষিকেশ মন্ডলও।

Advertisement
Advertisement

ইতিমধ্যেই জানা গিয়েছে রানু মন্ডলের এই বায়োপিক আসতে চলেছে খুব শীঘ্রই এবং বলিউডের যে শিল্পী এই ছবিতে অভিনয় করবেন, তিনি হলেন ঈশিকা দে। ইতিমধ্যেই তিনি গায়িকা রানু মন্ডলের সঙ্গে দেখা করে গিয়েছেন। রানু মন্ডল কিভাবে হাঁটাচলা করেন, কিভাবে কথা বলেন সবকিছুই তিনি ভালোভাবে পরখ করে নিয়েছেন। সিনেমার মুখ্য চরিত্রে অভিনয় করার জন্য যাকে নিয়ে সিনেমা তার আদলে নিজেকে ঢেলে সাজাতে চাইছেন ঈশিকা দে। যাতে এই চরিত্রে আরো বেশি ভালো করে অভিনয় করতে পারেন তিনি, তার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন। আর সেই সিনেমাতেই সঙ্গীত পরিচালনার কাজ করছেন সিদ্ধার্থ।

Advertisement

সিনেমার পরিচালক ঋষিকেশ মণ্ডলের সঙ্গে এদিন রানাঘাটের রানু মন্ডলের বাড়িতে উপস্থিত হয়েছিলেন সিধু। বেশ কিছুক্ষণ গল্প হলো এবং আড্ডা হল তাদের মধ্যে। গান নিয়ে কথাবার্তাও হল এবং কিছুটা গানের রিহার্সালও হলো একই সঙ্গে। দারুন জমজমাটভাবে সকালটা কাটিয়ে ফেললেন মিস রানু মারিয়া ছবির টিমের সদস্যরা। সিধু জানালেন, “রানু মন্ডলকে দিয়ে এই সিনেমায় একটি গান করাতে হবে। তারই বায়োপিক তৈরি হচ্ছে, তাই তার গান থাকা তো অত্যন্ত প্রয়োজন। এর রিহার্সাল করার জন্যই আমরা আজকে এসেছিলাম। সুরকার হিসেবে এই সিনেমায় যুক্ত থাকতে পেরে আমি অত্যন্ত খুশি। এই গানে আবেগ রয়েছে, আনন্দ রয়েছে, কোন দুঃখ নেই। এ রকমই একটা গান আমি তৈরি করেছি। তাকে এই গানটি শোনানো হল। তাকে দিয়ে এই গানটা রেকর্ড করাতে হবে। ভারী সুন্দর একটা সকাল কাটালাম আমরা।”

Advertisement
Advertisement

তিনি আরো বলেছেন, “ভারতে অনেক মানুষ এমন রয়েছেন যারা রানু মন্ডলের কথা জানেন। সব ধরনের মানুষকে উজ্জীবিত করতে পেরেছেন রানু মন্ডল। আজকে তার প্রতিভার কারণে তাকে সবাই চেনে।” পরিচালক ঋষিকেশ মন্ডল বললেন, “ইতিমধ্যেই ছবির গান রেকর্ড করার কাজ শুরু হয়ে গিয়েছে। করোনাভাইরাস এবং বিভিন্ন শো এবং প্রোগ্রামের জন্য কিছুটা দেরি হয়ে গেলো। সিধু নিজে একটা গান গাইছেন। আরেকটা গান রানু মন্ডল এর সঙ্গে গাওয়ার কথা রয়েছে তার। রানু মন্ডল এর সঙ্গে যে গানটি তিনি করবেন সেই গানের জন্য কথা বলার জন্য আজকে আমরা এসেছিলাম।” অন্যদিকে রানু মন্ডল বলছেন, তিনি অত্যন্ত খুশি যে তার জীবনকাহিনী নিয়ে সিনেমা তৈরি হচ্ছে। তার অত্যন্ত ভালো লাগছে। সিদ্ধার্থের সঙ্গে গান রেকর্ড করাও তার কাছে বেশ বড় ব্যাপার বলেই উল্লেখ করলেন রানু মন্ডল। নেটদুনিয়ায় সকলেই বর্তমানে অধীর আগ্রহে অপেক্ষা করছেন রানু মন্ডল এর এই সিনেমার প্রথম গানটি রিলিজ হওয়ার।

Advertisement

Related Articles

Back to top button