তবে কে শোনে কার কথা? সম্প্রতি এক নেটিজানের জন্যই আবারো চর্চার আলোয় উঠে এসেছেন রানু মন্ডল। ইনস্টাগ্রামের ‘শেখার ভারতি’র অফিশিয়াল পেজ থেকে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। ভিডিওতে এক যুবককে রানু মন্ডলে সাথে উদ্দাম নাচতে দেখা গিয়েছে। নীল রঙের ম্যাক্সি ও লাল গামছা কোমরে বেঁধেই এই ভিডিওতে নাচতে দেখা গিয়েছে রানু মন্ডলকে। ভিডিওতে যে যুবককে দেখা যাচ্ছে সে যে রীতিমতো মজার ছলেই ট্রেলিং ভিডিও বানানোর জন্যই এই ভিডিও বানিয়েছেন, তা স্পষ্ট। ইতিমধ্যেই এই ভিডিওর ভিউজ ১০ হাজার ছাড়িয়ে গিয়েছে। নেটনাগরিকদের একটা বড় অংশ যে এই ভিডিও দেখে বেজায় মজা পেয়েছেন, তা কমেন্টবক্সে চোখ রাখলেই বোঝা যাবে। আপাতত বলাই বাহুল্য, এই ইনস্টারিল ভিডিওর সূত্র ধরেই নেটিজেনদের মাঝে চর্চায় রানু মন্ডল।
VIDEO: ‘মেলা’র গানে এক যুবকের সাথে উদ্দাম নাচ রানু মন্ডলের, ইন্টারনেটে তুমুল ভাইরাল ভিডিও
সমাজকর্মী অতীন্দ্র চক্রবর্তীর দৌলতে সোশ্যাল মিডিয়ার হাত ধরেই মানুষের মাঝে সাময়িক স্টার হয়েছিলেন রানাঘাটের রানু মন্ডল। একটা সময় রানাঘাটের স্টেশনে বসে গান গেয়ে ভিক্ষা করতেন তিনি। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল…

আরও পড়ুন