Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

পর্যটকদের ভিড়ে বাঘেরা হয়ে যাচ্ছে আরো বেশি আক্রমণাত্মক

শ্রেয়া চ্যাটার্জী : অত্যধিক পর্যটকদের আনাগোনার ফলে রণথম্ভোর অভয়ারণ্যের বাঘেরা অনেক বেশি আক্রমনাত্মক হয়ে যাচ্ছে বলে ওখানকার অফিসাররা জানাচ্ছেন। গতবছরএর রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে বাঘ এবং মানুষের সংঘর্ষের প্রায়…

Avatar

শ্রেয়া চ্যাটার্জী : অত্যধিক পর্যটকদের আনাগোনার ফলে রণথম্ভোর অভয়ারণ্যের বাঘেরা অনেক বেশি আক্রমনাত্মক হয়ে যাচ্ছে বলে ওখানকার অফিসাররা জানাচ্ছেন। গতবছরএর রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে বাঘ এবং মানুষের সংঘর্ষের প্রায় ডজনখানেক ঘটনা ঘটে গেছে গত দুই বছরে। যার মধ্যে দুজন মানুষ প্রাণ হারিয়েছেন এবং অন্যরা হয়েছেন আহত।

রিপোর্টে দেখা যাচ্ছে যে সমস্ত বাঘের বয়স দুই থেকে তিন বছরের মধ্যে। যারা অনেক বেশি আক্রমণাত্মক হয়ে যাচ্ছে, কারণ তারা চাইছে তাদের জায়গা কে প্রতিষ্ঠা করতে। এই অভয়ারণ্যে ২৭ টি বাঘ, পঁচিশটি বাঘিনী এবং দশটি বাঘের বাচ্চা আছে। যা জায়গার তুলনায় অনেকটাই বেশি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : দীর্ঘ ১৩ বছর পরে খাঁচা থেকে বেরিয়ে সিংহটি ঠিক যা করলো, দেখুন এই ভাইরাল ভিডিও

সাধারণত যে সমস্ত জায়গায় পর্যটকদের বেশি আনাগোনা সেইখানে এই ভাগগুলি বেশি মানুষের ওপর আক্রমণ করছে। কারণ এই সমস্ত জায়গায় পর্যটকদের দেখানোর জন্য যে সমস্ত যানবাহন ব্যবহৃত হয় সেই যানবাহনের আওয়াজ এদের বাস্তুতন্ত্র কে বিনষ্ট করছে। যার ফলে এরা অনেক বেশি আক্রমনাত্মক হয়ে যাচ্ছে। এরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারছে না, এমনটাই জানিয়েছেন ওখানকার অফিসাররা।

অভয় অরণ্য থাকবেই এবং সেখানে পর্যটকদের আনাগোনা হবেই। কিন্তু পর্যটকরা গিয়ে এমন কোনো পরিস্থিতি যেন সৃষ্টি না করে যাতে বনের পশুগুলি বিচলিত হয়। তাদেরকে শান্তিতে বসবাস করতে দিলে আখেরে আমাদেরই লাভ হবে, তারা কম আক্রমণাত্মক হবে এবং অনেকগুলি জীবন এদের আক্রমণের হাত থেকে বেঁচে যাবে।

About Author