বিনোদনটলিউড

লুকিয়ে মিষ্টি খাচ্ছিলেন রঞ্জিত মল্লিক, বাবাকে হাতেনাতে ধরলেন মেয়ে কোয়েল

×
Advertisement

বাবা মেয়ের সম্পর্ক এক অমলিন, নিঃস্বার্থ সম্পর্ক। মেয়েদের কাছে তাদের জীবনের অনেকটাই জুড়ে থাকেন তাদের বাবারা। বাবারাও নিজের মেয়েদের চোখে হারান। একটা সময়ের পর মেয়েরাই খেয়াল রাখে তাদের বাবার। মেয়েরাই হয়ে ওঠে মা। তেমনি সম্পর্ক বুড়ি ও নির্মল মন্ডলের। ছোটবেলায় মাকে হারানোর পর থেকেই বাবা নির্মল মন্ডল বুকে আগলে মানুষ করেছেন মেয়েকে। সে বড় হয়ে মায়ের মতোই খেয়াল রাখে বাবার।

Advertisements
Advertisement

উল্লেখ্য, খুব শীঘ্রই বড়পর্দায় দেখা দিতে চলেছেন তারা। সৌভিক কুন্ডুর পরিচালনায় ‘আয় খুকু আয়’ ছবিটি এক নির্ভেজাল বাবা-মেয়ের সম্পর্কের কথা তুলে ধরবে দর্শকদের সামনে। ছবিতে দিতিপ্রিয়া রায় ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। আগামী ১৭’ই জুন বড়পর্দায় মুক্তি পেতে চলেছে এই দীর্ঘ প্রতীক্ষিত ছবি, অপেক্ষায় রয়েছেন বহু সিনেমাপ্রেমীরা। বর্তমানে ছবির প্রচার তুঙ্গে। তবে এবার একটু অন্যভাবেই প্রচার হল এই ছবির। সঙ্গ দিলেন রঞ্জিত মল্লিক ও তার মেয়ে কোয়েল মল্লিক।

Advertisements

Advertisements
Advertisement

ভালোভাবে চারদিক দেখে নেওয়ার পরেই এক থালা মিষ্টি নিয়ে আরাম করে খেতে বসেছেন টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা রঞ্জিত মল্লিক। তবে সেই সময়ই পাশের ঘরে যাচ্ছিলেন মেয়ে কোয়েল। তার চোখে পড়ে বাবার এই কান্ড। সে চুপিসারে বাবার পাশে গিয়ে বসে। তখন মিষ্টিতে এক কামড় দিয়ে স্বর্গসুখ ভোগ করছেন অভিনেতা। সম্বিৎ ফিরতেই চমকে গেলেন তিনি। লুকিয়ে মিষ্টি খেতে গিয়ে মেয়ের কাছে হাতেনাতে ধরা পড়ে রীতিমতো হকচকিয়ে গিয়েছিলেন তিনি। অভিনেতার যে হাই ডায়াবেটিস, মেয়ে হয়ে বাবাকে কখনোই মিষ্টি খেতে দিতে পারেন না তিনি। তাই তার হাত থেকে মিষ্টির থালা কেড়ে নিয়ে সোজা ভিতরে চলে যান কোয়েল। তখন অভিনেতার মুখে ঘনিয়ে এসেছে একরাশ কালো মেঘের ছায়া।

মেয়েরা হয়তো এমনই হয়। আর সেই দৃশ্যই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ার পাতায়। সেই দৃশ্যের ব্যাকগ্রাউন্ডে বাজছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও দিতিপ্রিয়া রায় অভিনীত ‘আয় খুকু আয়’ ছবির টাইটেল ট্রাক। উল্লেখ্য, এই ভিডিওটির মাধ্যমেই ছবির প্রচারে অংশ নিয়েছেন তারা। এই মুহূর্তে কোয়েল মল্লিক ও রঞ্জিত মল্লিকের এই মিষ্টি ভিডিওটি নজর কেড়েছে নেটিজেনদের।

Related Articles

Back to top button