Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সাহায্যের অনুরোধ চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি অধীর রঞ্জন চৌধুরীর

লোকসভায় কংগ্রেসের সংসদীয় দলনেতা অধীররঞ্জন চৌধুরী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে কাশ্মীরে সর্বদলীয় প্রতিনিধি দল পাঠানোর অনুরোধ করেছেন। অধীর বাবু প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে লিখেছেন, 'কাশ্মীরে গত মঙ্গলবার পাঁচ বাঙালি মজুরকে…

Avatar

লোকসভায় কংগ্রেসের সংসদীয় দলনেতা অধীররঞ্জন চৌধুরী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে কাশ্মীরে সর্বদলীয় প্রতিনিধি দল পাঠানোর অনুরোধ করেছেন। অধীর বাবু প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে লিখেছেন, ‘কাশ্মীরে গত মঙ্গলবার পাঁচ বাঙালি মজুরকে আতঙ্কবাদীরা গুলি করে হত্যা করেছে। আমি আপনার কাছে অনুরোধ করছি, আপনি কাশ্মীরে একটি সর্বদলীয় প্রতিনিধি দল পাঠান।’ অধীরবাবু প্রধানমন্ত্রীকে ওই পাঁচ জনের পরিবারকে সরকারের তরফ থেকে সাহায্যের জন্যও অনুরোধ করেছেন।

প্রসঙ্গত গত মঙ্গলবার কাশ্মীরের কুলগামে আতঙ্কবাদীরা পাঁচ বাঙালি মজুরকে গুলি করে হত্যা করে। নিহতদের সকলেরই বাড়ি মুর্শিদাবাদে, এবং সকলেই কাশ্মীরে অনেকদিন থেকেই কাজ করছিলেন। অধীরবাবু জানিয়েছেন তিনি ইতিমধ্যেই এই বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জানিয়েছেন, এবং অমিত শাহ সকল প্রকার সাহায্যের আশ্বাস দিয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল জগদীপ ধনকড় এই ঘটনার তীব্র নিন্দা করেছেন, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিহত প্রতিটি পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা করে সাহায্যের আশ্বাস দিয়েছেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now
About Author