Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কাছের মানুষের সাথে অন্তরঙ্গ মুহূর্তে অভিনেত্রী রণিতা, ভাইরাল ভিডিও

সম্প্রতি অভিনেত্রী রণিতা দাস (Ranita das) ও তাঁর বয়ফ্রেন্ড অভিনেতা সৌপ্তিক (Souptik)-এর একটি রোম‍্যান্টিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওটি শুট হয়েছে একটি রেস্টুরেন্টে। সেখানে রণিতা ও সৌপ্তিককে দেখা যাচ্ছে…

Avatar

সম্প্রতি অভিনেত্রী রণিতা দাস (Ranita das) ও তাঁর বয়ফ্রেন্ড অভিনেতা সৌপ্তিক (Souptik)-এর একটি রোম‍্যান্টিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওটি শুট হয়েছে একটি রেস্টুরেন্টে। সেখানে রণিতা ও সৌপ্তিককে দেখা যাচ্ছে ঘনিষ্ঠ দৃশ্যে। রণিতার পরনে রয়েছে ওয়াইন রেড রঙের সিকুইনড ড্রেস এবং সৌপ্তিকের পরনে রয়েছে রাস্ট রেড রঙের জ্যাকেট।
কিছুদিন আগেই অভিনেত্রী রণিতা দাস (Ranita das) যোগ দিয়েছেন তৃণমূলে। রণিতা বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-র আদর্শে উদ্বুদ্ধ হয়েছেন তিনি। রণিতাও মানুষের জন্য কাজ করতে চান বলে জানিয়েছেন। এর  আগেও   রণিতা ইন্সটাগ্রামে নিজের একটি হট ছবি শেয়ার করেছেন । ছবিতে রণিতাকে দেখা যাচ্ছে, সাদা বিছানায় শুয়ে থাকতে। তাঁর পরনে মেরুন রঙের বেল্টেড সোয়েটশার্ট ও কালো রঙের হট প‍্যান্ট। রণিতা এই ছবিটি শেয়ার করে ক্যাপশন দিয়ে লিখেছেন, সুন্দর মুহূর্তের মাধ্যমে আগামী দিনটি তৈরী হোক। রণিতার এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে।

স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘ধন্যি মেয়ে’-র মাধ্যমে অভিনয় জগতে আত্মপ্রকাশ করেছিলেন রণিতা। কিন্তু তাঁকে প্রবল সফলতা এনে দিয়েছিল ‘ইষ্টিকুটুম’ সিরিয়ালটি। সিরিয়ালের নায়িকা ‘বাহামণি’-র চরিত্রে রণিতার নিপুণ অভিনয় দর্শকদের কাছে সাড়া ফেলে দিয়েছিল। একসময় সিরিয়ালের নাম না বলে দর্শক বলতে শুরু করেছিলেন “বাহা দেখব”। ‘বাহামণি’-র চরিত্রে রণিতার সাঁওতালি উচ্চারণের ডায়লগ বিখ্যাত হয়েছিল। এমনকি সেই সময় ‘বাহা শাড়ি’ ও ‘বাহা গয়না’ দখল করেছিল বাজার। ‘ইষ্টিকুটুম’ শেষ হয়ে গেলেও এখনও অবধি রণিতা ‘বাহা’ নামেই পরিচিত দর্শকদের কাছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

রণিতার জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ মানুষ হলেন সৌপ্তিক (Souptik)। ‘ধন্যি মেয়ে’-র সেট থেকে শুরু হয়েছিল রণিতা ও সৌপ্তিকের প্রেমকাহিনী। ভালোবাসার এগারো বছর পেরিয়ে এখন রণিতা-সৌপ্তিক লিভ-ইনে থাকেন। আগামী বছরে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে সাতপাকে বাঁধা পড়ার ইচ্ছা আছে রণিতা ও সৌপ্তিকের। সৌপ্তিক ‘জয় বাবা লোকনাথ’ সিরিয়ালে ‘লোকনাথ’-এর চরিত্রে অভিনয়ের সূত্রে যথেষ্ট পরিচিত মুখ। কিছুদিন আগে রণিতার সঙ্গে তিনিও যোগ দিয়েছেন সবুজ শিবিরে।

https://www.instagram.com/p/CLtiJJrgstn/?igshid=1hgqun2mn8f1l

About Author