Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

শেষ হতে চলেছে রানী রাসমনি, নতুন প্রোমো দেখা মাত্রই মন খারাপ দর্শকদের

২০১৭ সালের ২৪ জুলাই থেকে জি বাংলায় শুরু হয় করুণাময়ী রানী রাসমণি ছোট্ট রানির পথচলা। কিশোরী রানী থেকে বৃদ্ধা রানীমার জীবনকাহিনী নিয়ে শুরু হয় এই ধারাবাহিক। প্রায় ৪ বছরের দীর্ঘ…

Avatar

By

২০১৭ সালের ২৪ জুলাই থেকে জি বাংলায় শুরু হয় করুণাময়ী রানী রাসমণি ছোট্ট রানির পথচলা। কিশোরী রানী থেকে বৃদ্ধা রানীমার জীবনকাহিনী নিয়ে শুরু হয় এই ধারাবাহিক। প্রায় ৪ বছরের দীর্ঘ যাত্রা এবার হয়তো শেষের পথে। যার শুরু আছে তার একদিন শেষ হয়েই থাকে। এবার রানী রাসমনির নতুন প্রোমোতে পাওয়া যাচ্ছে তারই আঁচ।

জি বাংলার নতুন প্রমোতে দেখানো হচ্ছে, রানী রাসমণি বসে রয়েছেন মা ভবতারিণীর সামনে সাদা বেশে। হঠাৎই মা ভবতারিণীর কন্ঠে দৈববাণী হচ্ছে, রানী রাসমণির জীবনকাল সমাপ্ত হতে চলেছে। এবার তাঁকে ফিরে যেতে হবে মা ভবতারিণীর কাছে। অতএব মা ভবতারিণী রানী রাসমণি কে ডেকে নিচ্ছেন নিজের কাছে, হয়তো স্বর্গের দরজার খুব কাছেই দাঁড়িয়ে রানী মা। তাহলে কি রানী মার জীবনে সমাপ্তি ঘটতে চলেছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

চ্যানেল বা প্রযোজনা সংস্থা থেকে এই খবর নিশ্চিত না করলেও টলিপাড়ায় শোনা যাচ্ছে খুন শীঘ্রই করুণাময়ী রানী রাসমণি এবার শেষের পথে। রাসমনির ছোট বেলা থেকে বৈবাহিক জীবন, বৈধব্য, রামকৃষ্ণ কে দক্ষিণেশ্বর মন্দির গড়ে দেওয়ার পাশাপাশি গোঁড়া ব্রাহ্মণ এবং ইংরেজদের সঙ্গে সতীদাহ প্রথা, বিধবা বিবাহ, নীল বিদ্রোহ সব কঠিন লড়াইতে রানীমার ভূমিকা সবকিছুই দেখানো হয়েছে এই ধারাবাহিকে।

শুধু রানী মা নয় রানী রাসমনির পরিবারের প্রত্যেক সদস্যের জীবন কাহিনী তুলে ধরা হয়েছিল এই ধারাবাহিকে। পাশাপাশি ছিল শ্রী শ্রী রামকৃষ্ণের জীবনে মা সারদার আগমন ও তাঁদের বিবাহ।অবশেষে জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে রানীমা। আর জনপ্রিয়তার শীর্ষে থাকা অবস্থাতেই তাই বিদায় নেবেন রানিমা।

রানী রাসমনির চরিত্রের মাধ্যমে অভিনেত্রী দিতিপ্রিয়া রায় বুঝিয়েছেন তাঁর নিজের অভিনয় দক্ষতা। অভিনয়ের পাশাপাশি নিজের পড়াশোনা করেছেন। উচ্চমাধ্যমিকে ভালো রেজাল্ট করা করেছেন সাথে শোয়ের টিআরপি ছিল ভালো। দেওয়া হয় অভিনেতা-অভিনেত্রীদের, কিন্তু এক্ষেত্রে কিশোরী রাসমণি থেকে বৃদ্ধা রাণীমা পুরো জার্নিতে অতুলনীয় অভিনয় করে দিতিপ্রিয়া সকলের খুব প্রিয় হয়ে উঠেছেন। তবে দর্শকরা বেশ দুঃখিত এই ধারাবাহিক শেষ হওয়াতে।

About Author