Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Bhojpuri: লাল নাইটিতে কিলার স্টাইলে নাচ করলেন রানী চ্যাটার্জি, দেখে ঘাম ঝরবে আপনার

ভোজপুরি ইন্ডাস্ট্রিতে সেলফি কুইন নামে পরিচিত অভিনেত্রী রানি চ্যাটার্জী তার সৌন্দর্যের পাশাপাশি তার চমৎকার অভিনয়ের জন্য কিন্তু বেশ পরিচিত। তার প্রত্যেকটি চরিত্র মানুষের এতটাই পছন্দ হয় যে সেখান থেকেই বোঝা…

Avatar

ভোজপুরি ইন্ডাস্ট্রিতে সেলফি কুইন নামে পরিচিত অভিনেত্রী রানি চ্যাটার্জী তার সৌন্দর্যের পাশাপাশি তার চমৎকার অভিনয়ের জন্য কিন্তু বেশ পরিচিত। তার প্রত্যেকটি চরিত্র মানুষের এতটাই পছন্দ হয় যে সেখান থেকেই বোঝা যায় যে তার কতটা জনপ্রিয়তা রয়েছে। তার অভিনীত যে কোন গানের ভিডিও সোশ্যাল মিডিয়াতে হয়ে যায় ব্যাপক ভাইরাল এবং প্রচুর ভিউসহ অনেকেই বেশ পছন্দ করেন সেই সমস্ত গানের ভিডিও। অভিনেত্রীর যে কোন গানের ভিডিও ভাইরাল হওয়ার সাথে সাথেই ভিউ আসতে শুরু করে কোটি কোটি।

সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে রানী চ্যাটার্জি ব্যাপক অন্তরঙ্গ কায়দায় রোম্যান্স করেছেন। আসলে ভিডিওটি অনেক পুরোনো হলেও ইন্টারনেট দুনিয়াতে নতুন করে ভাইরাল হচ্ছে। ভিডিওটি ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘হাম সে বাধকার কৌন’ ছবির। এতে দুই অবতারে দেখা যায় অভিনেত্রীকে। প্রথমে তো রানীর অ্যাকশন দেখে মুগ্ধ হয়ে যাবেন আপনি। আর তারপর ‘পসিজাতা’ গানে তার মনোমুগ্ধকর চেহারা দেখে হৃদয় বিচলিত হয়ে যাবে আপনারও।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই সিনেমাতে রানী চ্যাটার্জি ছাড়াও অঞ্জনা সিং, অবধেশ মিশ্র, সুশীল সিং, আনারা গুপ্তা, সুইটি ছাবরা, অপূর্ব বিষ্ট, গুঞ্জন পন্ত, সীমা সিং এবং মনোজ টাইগার রয়েছেন। এই ব্যাপক জনপ্রিয় পসিজাতা গানটি অলক পাহাড়িয়া গেয়েছেন। এই গানে রাতের সিকোয়েন্স দেখে লজ্জা পাবেন আপনিও। রানী লাল রংয়ের নাইটি পরে তুমুল নাচ করেছেন। তাঁর এমন বোল্ড রূপ দেখে আপনিও ঘামতে শুরু করবেন। এই ভাইরাল ভিডিওটি দেখতে চাইলে এখানেই দেখে নিন।

About Author