গরমা গরম

অভিনেতার সঙ্গে রোমান্সে লিপ্ত রানী, ভিডিও দেখলে ঘাম ছুটে যাবে দর্শকদের

Advertisement

Advertisement

যত সময় এগোচ্ছে ততও যেন পাল্লা দিয়ে মানুষের মধ্যে ভোজপুরি গান, সিনেমার জনপ্রিয়তা বাড়ছে। সেইসঙ্গে এই ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িতদের নিয়েও এখন সাধারণ মানুষের মধ্যে কৌতূহলের শেষ নেই।

Advertisement

ভোজপুরি ইন্ডাস্ট্রিতে খেসারি লাল যাদব ও রানি চট্টোপাধ্যায়ের জুটি বেশ পছন্দ করেন দর্শকদের। বহু ছবিতে একসঙ্গে দেখা গিয়েছে এই জুটিকে। দু’জনে মিলে অনেক কাজও করেছেন। দুই তারকার এখন আলাদা করে কোনও স্বীকৃতির প্রয়োজন নেই। ভোজপুরি সুপারস্টার খেসারি লাল যাদব এবং ইউটিউব কুইন রানী চ্যাটার্জির সোশ্যাল মিডিয়ায় খুব শক্তিশালী ফ্যান ফলোয়িং রয়েছে। যখনই কোনও ছবিতে দু’জনকে দেখা যায়, তখনই আলোড়ন সৃষ্টি হয়।

Advertisement

এদিকে রানি চট্টোপাধ্যায় ও খেসারি লাল যাদবকে নিয়ে চিত্রায়িত ‘মওকা কে লাভ লা পাজা মে দাব লা’ গানটি দর্শকদের মধ্যে হৈচৈ ফেলে দিতে দেখা যাচ্ছে। এই গানে খেসারি এবং রানির মধ্যকার কেমেস্ট্রি যেন একদম জমে ক্ষির। গানের ভিডিওতে রানি ও খেসারি লালের হট কেমিস্ট্রি বেশ পছন্দ হয়েছে দর্শকদের।

Advertisement

এই খবর লেখার সময় পর্যন্ত গানটি ইউটিউবে ৫১০,২২৩ বারের বেশি মানুষ দেখে ফেলেছেন। গানটি খেসারি লাল যাদব এবং ইন্দু সোনালি একসাথে গেয়েছেন, যখন এর কথা লিখেছেন আজাদ সিং এবং সংগীত অবিনাশ ঝা দ্বারা সজ্জিত করা হয়েছে। ভোজপুরি ছবি ‘জনম’ থেকে নেওয়া হয়েছে এই গান। খেসারি লাল যাদব, বিরাজ ভাট, রানি চ্যাটার্জি এবং পুনম দুবেকে ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা গেছে।

গানটিতে দুই তারকাকে একে অপরকে দারুণ ভালোবাসতে দেখা যায়। দুজনকেই রোম্যান্সের সমস্ত সীমা অতিক্রম করতে দেখা যাচ্ছে। আপনার পরিবারের সাথে তাদের রোমান্স কিন্তু ভুলেও দেখতে যাবেন না।