Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

যে ৫ টি ছবিতে রানী মুখার্জিকে দেখা গেছিল অন্য চরিত্রে

21 শে মার্চ 43 বছরে পা দিলেন অভিনেত্রী রানী মুখার্জি (Rani mukherjee)। আজ রানী বলিউডের তারকা হিসাবে বিখ্যাত হলেও তাঁর প্রথম ফিল্ম ছিল বাংলা ভাষায়। ফিল্মটির নাম ছিল ‘বিয়ের ফুল'।…

Avatar

21 শে মার্চ 43 বছরে পা দিলেন অভিনেত্রী রানী মুখার্জি (Rani mukherjee)। আজ রানী বলিউডের তারকা হিসাবে বিখ্যাত হলেও তাঁর প্রথম ফিল্ম ছিল বাংলা ভাষায়। ফিল্মটির নাম ছিল ‘বিয়ের ফুল’। এই ফিল্মে রানীর বিপরীতে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি (prasenjit chatterjee)। এরপর রানীর প্রথম হিন্দি ফিল্ম ‘রাজা কি আয়েগি বারাত’ হলেও রানী প্রথম সফলতা পান আমীর খান (Amir khan)-এর বিপরীতে ‘গুলাম’ ফিল্মে অভিনয় করে। তাঁর লিপে ‘আতি কেয়া খান্ডালা’ গানটি সমগ্র ভারতবর্ষে বিখ্যাত হয়। কিন্তু রানীকে নিয়ে তখনও বলিউডের সন্দেহ ছিল। হাস্কি ভয়েস, একটু মোটা এই নায়িকাকে বলিউডের উপযুক্ত মনে হচ্ছিল না। সেই সময় করণ জোহর (karan johar) ডেবিউ করতে চলেছেন পরিচালক হিসাবে। তিনি ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর ‘টিনা’-র চরিত্রের জন্য প্রথমে টুইঙ্কল (Twinkal khanna) ও তারপর করিনা (Kareena Kapoor khan)-কে প্রস্তাব দিয়েছিলেন। করণের ডেবিউ প্রজেক্টে রিস্ক নিতে চাননি টুইঙ্কল ও করিনা। তাঁরা প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। ফলে করণ রানীকে মনোনীত করেন ‘টিনা’ চরিত্রের জন্য। ‘টিনা’ চরিত্রে রানীকে শর্ট ড্রেস পরানো হয়েছিল। ফলে ‘কুছ কুছ হোতা হ্যায়’ -এর ড্রেস ডিজাইনার মণীশ মালহোত্র (Manish malhotra)-কে যথেষ্ট কষ্ট করতে হয়েছিল রানীর ফ্যাট ঢাকার জন্য। কিন্তু ‘কুছ কুছ হোতা হ্যায়’ সুপারহিট হয়। এই ফিল্ম থেকে আক্ষরিক অর্থেই শুরু হয় রানীর পথ চলা।

যে ৫ টি ছবিতে রানী মুখার্জিকে দেখা গেছিল অন্য চরিত্রে

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

যে ৫ টি ছবিতে রানী মুখার্জিকে দেখা গেছিল অন্য চরিত্রে

রানীর মিষ্টতার কারণে তিনি ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে পারবেন কিনা তা নিয়ে বলিউডের পরিচালকরা সন্দিহান ছিলেন। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে রানী ‘হে রাম’ ফিল্মে তাঁর থেকে বয়সে অনেকটাই বড় কমল হাসান (Kamal hasan)-এর সঙ্গে যৌন দৃশ্যে অভিনয় করেছিলেন। ‘হাম তুম’-এ সইফ আলি খান (saif Ali khan)-এর সাথে চুম্বন দৃশ্যেও রানী ছিলেন সমানভাবে সাবলীল। প্রদীপ সরকার (pradip sircar) পরিচালিত ফিল্ম ‘লাগা চুনরি মে দাগ’-এ রানী একজন হাই সোসাইটির এসকর্টের ভূমিকায় যথেষ্ট স্বচ্ছন্দ অভিনয় করেছিলেন। ‘যুবা’-য় অভিষেক বচ্চন (Abhishek Bachchan)-এর সঙ্গে রানীর ঘনিষ্ঠ দৃশ্য ছিল যথেষ্ট নিপুণ। এমনকি ‘কভি আলবিদা না কহেনা’ফিল্মে রানী শাহরুখ খান (shahrukh khan)-এর সঙ্গে রানীর ঘনিষ্ঠ দৃশ্য ছিল অনবদ্য। রানী বারবার প্রমাণ করেছেন, তিনি ভার্সেটাইল অভিনেত্রী। ‘মর্দানি’ ও ‘মর্দানি-2′-তে পুলিশ অফিসারের চরিত্রে রানীর নিখুঁত অভিনয় সকলের মন কেড়ে নিয়েছিল। ‘নো ওয়ান কিলড জেসিকা’-য় বিদ্যা বালন (vidya balan)-এর সঙ্গে টক্কর দিয়ে অভিনয় করেছিলেন রানী। এই ফিল্মে রানীর চরিত্র ছিল এক সাংবাদিকের।

যে ৫ টি ছবিতে রানী মুখার্জিকে দেখা গেছিল অন্য চরিত্রে

যে ৫ টি ছবিতে রানী মুখার্জিকে দেখা গেছিল অন্য চরিত্রে

নিজের জন্মদিনে হঠাৎই ইন্সটাগ্রাম লাইভে এসে রানী ঘোষণা করলেন তাঁর নতুন ফিল্মের কথা। রানী বলেছেন, তাঁর জন্মদিনের দিন বলিউড ইন্ডাস্ট্রিতে তাঁর কেরিয়ারের পঁচিশ বছর পূর্ণ হল। তিনি জানিয়েছেন, তাঁর আপকামিং ফিল্ম ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ আগামী দিনে তাঁর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ফিল্ম হিসাবে বিবেচিত হবে। ফিল্মটির কাহিনী সম্পূর্ণ নারীকেন্দ্রিক। সত্য ঘটনা অবলম্বনে তৈরী এই কাহিনী। প্রতিকূল পরিস্থিতির বিরুদ্ধে এক নারীর লড়াই ঘিরে আবর্তিত হয়েছে ফিল্মটির চিত্রনাট্য। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ একটি থ্রিলার ড্রামা। ফিল্মটি পরিচালনা করছেন অসীমা ছিব্বর (Ashima chibbar)। ফিল্মে মুখ্য চরিত্রে অভিনয় করছেন রানী। রানী ছাড়াও এই ফিল্মে অভিনয় করবেন নিখিল আডবাণী (Nikhil advani), মণীষা আডবাণী (Manisha advani), মধু ভোজওয়ানি (Madhu bhojwani) প্রমুখ শিল্পীরা। এছাড়াও ‘বান্টি অউর বাবলি-2′ ফিল্মেও অভিনয় করবেন রানী। অনুরাগীরা রানীকে তাঁর জন্মদিন ও কেরিয়ারের পঁচিশ বছর পূর্তির জোড়া শুভেচ্ছা জানিয়েছেন।

About Author