Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সম্পর্কে বাঁধা পড়লেন বাহুবলী’র বল্লালদেব, প্রেমিকার সঙ্গে ছবি শেয়ার

রাণা দগ্গুবতী যিনি দক্ষিণ ভারতীয় সিনেমার একজন হার্টথ্রব অভিনেতা হিসেবে পরিচিত। শুধু তাই নয় 'বাহুবলী' সিনেমায় কাজ করার পর তার জনপ্রিয়তা আরও বেড়ে গেছে। সম্প্রতি তিনি তার এনগেজমেন্ট বিষয়ক একটি…

Avatar

রাণা দগ্গুবতী যিনি দক্ষিণ ভারতীয় সিনেমার একজন হার্টথ্রব অভিনেতা হিসেবে পরিচিত। শুধু তাই নয় ‘বাহুবলী’ সিনেমায় কাজ করার পর তার জনপ্রিয়তা আরও বেড়ে গেছে। সম্প্রতি তিনি তার এনগেজমেন্ট বিষয়ক একটি পোস্ট করেছেন। ইনস্টাগ্রামে করা ওই পোস্টে তিনি জানিয়েছেন, গার্লফ্রেন্ড মিহিকা বাজাজের সাথে তার এনগেজমেন্ট হতে চলেছে।

মিহিকা বাজাজ পেশায় একজন ওয়েডিং প্ল্যানার। যদিও তারা তাদের সম্পর্কের কথা গোপন রেখেছিল, তবে বর্তমানে তাদের এনগেজমেন্টের খবর রীতিমতো শীর্ষে উঠে এসেছে। তার ফ্যানেরা অধীর আগ্রহে তাদের প্রেমের গল্প শোনার জন্য অপেক্ষা করে আছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now
সম্পর্কে বাঁধা পড়লেন বাহুবলী'র বল্লালদেব, প্রেমিকার সঙ্গে ছবি শেয়ার

তাদের বিয়ের খবর শোনার পর তার সহকর্মীরা তাকে অভিনন্দন জানিয়েছেন। অনিল কাপুর লিখেছেন, “আমার হায়দ্রাবাদের ছেলেকে অভিনন্দন। আমি খুবই খুশি। তোমাদের জীবনে সবচেয়ে ভালো জিনিসটি ঘটতে চলেছে।”তমন্না ভাটিয়ে এবং কিয়ারা আদবানী লিখেছেন, “অনেক অভিনন্দন।” সুশান্ত লিখেছেন, “অভিনন্দন ভাই।”

 
View this post on Instagram
 

And she said Yes 🙂 ❤️#MiheekaBajaj

A post shared by Rana Daggubati (@ranadaggubati) on

তবে কাজের দিকে দেখতে গেলে, রাণার আসন্ন সিনেমা “হাতি মেরে সাথি”র মুক্তি স্থগিত করে দেওয়া হয়েছে করোনা সংক্রমণের জেরে। এখনও পর্যন্ত মুক্তির নতুন তারিখ ঠিক করা হয়নি।

About Author