Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

PSL-এর নিলামে ১৬ কোটি দাম, আদৌ সম্ভব? রমিজ রাজার দিকে প্রশ্ন ছুড়লেন আকাশ চোপড়া

পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় লিগ ভারতীয় প্রিমিয়ার লিগ শুরু হতে আর মাত্র হাতে গোনা কয়েকটি দিন বাকি। টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় অসর হল ভারতীয় প্রিমিয়ার লিগ। দেশ-বিদেশে নানা ধরনের ঘরোয়া টি-টোয়েন্টি…

Avatar

পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় লিগ ভারতীয় প্রিমিয়ার লিগ শুরু হতে আর মাত্র হাতে গোনা কয়েকটি দিন বাকি। টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় অসর হল ভারতীয় প্রিমিয়ার লিগ। দেশ-বিদেশে নানা ধরনের ঘরোয়া টি-টোয়েন্টি লিগের আয়োজন করা হলেও সর্বোত্তম শিরোপা জয় করে নিয়েছে আইপিএল। তবে পাকিস্তান হরহামেশাই ভারতীয় প্রিমিয়ার লিগের চেয়ে নিজেদের পাকিস্তান সুপার লিগকে সর্বোত্তম মনে করে। পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরা মনে করেন, বিশ্বসেরার খেতাব অর্জন করেছে তাদের পিএসএল।

তবে মান এবং অর্থের দিক থেকে সর্বসাকুল্যে এগিয়ে রয়েছে ভারতীয় প্রিমিয়ার লিগ এ কথা বলার অপেক্ষা রাখে না। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সদ্য নির্বাচিত চেয়ারম্যান রমিজ রাজা একাধিকবার এই প্রসঙ্গে সরব হয়েছেন। কেন তাদের পিএসএল গুণগতমানে টক্কর দিতে পারছেনা আইপিএল কে। কেন পিএসএল ছেড়ে ক্রিকেটাররা আইপিএলের পেছনে ছুটছে। উল্লেখ্য,আইপিএল খেলার জন্য একাধিক ক্রিকেটার মাঝপথে পিএসএল ছেড়ে চলে এসেছেন ভারতে। এর পরেই যত আলোচনার সূত্রপাত ঘটেছে ক্রিকেটমহলে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এই প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে কয়েকদিন আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রমিজ রাজা বলেন, আমরাও আইপিএলের মতো নিলামের ব্যবস্থা করব। ড্রাফ পদ্ধতির বদলে মেগা নিলামের ব্যবস্থা করলে পিএসএলের উৎকর্ষতা আরও প্রকট হবে। তাছাড়া ক্রিকেট বোর্ড অধিক পরিমাণ অর্থ উপার্জন করতে সক্ষম হবে। তখন দেখব পাকিস্তান সুপার লিগ কে ভারতীয় প্রিমিয়ার লিগে খেলতে যায়।

এদিন রমিজ রাজার সেই বক্তব্যকে এক হাতে নিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া। তিনি স্পষ্ট বলেন,”একজন ক্রিকেটারের পেছনে ১৬ কোটি টাকা খরচ করার মত সমর্থ কি আদৌ রয়েছে পাকিস্তানের। সেক্ষেত্রে আইপিএলের সাথে কতটা টক্কর দিতে পারবে পিএসএল?”আকাশ চোপড়া আরো বলেন, “ভারতীয় প্রিমিয়ার লিগের আসরে গতবার ক্রিস মরিসের এক একটি বলের যে মূল্য ছিল, তা পাকিস্তান সুপার লিগে পুরো আসর খেলেও একজন ক্রিকেটার উপার্জন করতে পারে না।”

About Author