দেশনিউজ

প্রয়াত কেন্দ্রীয়মন্ত্রী রামবিলাস পাসওয়ান, শোকের ছায়া রাজনৈতিক মহলে

×
Advertisement

নয়াদিল্লি: প্রয়াত কেন্দ্রীয়মন্ত্রী রামবিলাস পাসওয়ান। টুইট করে ছেলে চিরাগ পাসওয়ান এ কথা জানিয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। সম্প্রতি দিল্লির ফর্টিস হাসপাতালের হার্ট সার্জারি হয়েছিল রামবিলাস পাসোয়ানের। পরবর্তী সময়ে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। অবশেষে গতকাল, বৃহস্পতিবার মৃত্যু হয় তাঁর।

Advertisements
Advertisement

পাঁচ দশক ধরে তিনি ভারতের রাজনৈতিক জগতে উজ্জ্বল নক্ষত্র ছিলেন। ১৯৬৯ সালে প্রথমবার তিনি বিধায়ক হিসেবে নির্বাচিত হন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ পদে তাঁকে দায়িত্ব সামলাতে দেখা গিয়েছে।

Advertisements

বাবার মৃত্যু প্রসঙ্গে ছেলে চিরাগ পাসওয়ান টুইট করে লেখেন,  ‘‌বাবা, আমি জানি, আপনি আর এই পৃথিবীতে নেই। কিন্তু আপনি যেখানেই থাকুন, আমার সঙ্গেই আছেন।’‌ রামবিলাস পাসওয়ানের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে। অনেক রাজনৈতিক ব্যক্তিত্বরাই তাঁর আত্মার শান্তি কামনা করেছেন।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button