আজ রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের পাশাপাশি দক্ষিণ ভারতের একাধিক তারকা অভিনেতা-অভিনেত্রী। আলিয়া ভাট থেকে শুরু করে রণবীর কাপুর, ক্যাটরিনা কাইফ থেকে শুরু করে ভিকি কৌশল, সবাইকে মেতে উঠতে দেখা গেছে চির বন্ধনের এই উৎসবে।তবে রঘুপতির প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে নিজের কর্মকাণ্ডের মাধ্যমে সর্বাপেক্ষা ভাইরাল হয়েছেন বলিউডের হাস্যকৌতুক অভিনেতা রাজপাল যাদব। মহান কার্যে উপস্থিত থাকার পাশাপাশি তাকে জাফরান পতাকা হাতে সেলিব্রেশন করতে দেখা গেছে। তিনি নিজে এই ভিডিও ইনস্টাগ্রাম হ্যান্ডলে শেয়ার করেছেন। যেখানে তাকে গেরুয়া রঙের ড্রেসের সাথে সাথে অত্যন্ত প্রাণবন্ত দেখা গেছে।
Ram Mandir: নরেন্দ্র মোদির হাতে প্রাণ প্রতিষ্ঠা হল রঘুপতি রাঘবের, জাফরান পতাকা নিয়ে উদ্দাম সেলিব্রেশন রাজপাল যাদবের
অবশেষে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির হাতে রঘুবীর রাঘবের প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে করুন হল কোটি কোটি সনাতনীর স্বপ্ন। প্রায় ৫০০ বছরের দীর্ঘ লড়ায়ের পর নিজেদের পূজনীয় প্রভু শ্রী রামের জন্মস্থানে ভব্য মন্দির…

আরও পড়ুন