রাজ্যে মহিলা নির্যাতন থেকে উত্তরপ্রদেশের হাথরসের ঘটনার প্রতিবাদে আজ যৌথ মিছিল করল বাম-কংগ্রেস। আজ ধর্মতলা থেকে শুরু হয় মিছিল, শেষ হয় পার্ক সার্কাসে। আজকের এই মিছিলে উপস্থিত ছিলেন বিমান বসু, মহম্মদ সেলিম, আব্দুল মান্নান প্রমুখ। দীর্ঘ সাড়ে ৬ কিলোমিটার পথ অতিক্রম করে এই যৌথ মিছিল। ইতিমধ্যেই হাথরস ধর্ষণ কান্ড নিয়ে তোলপাড় হয়েছে সারা ভারত।
বৃহস্পতিবার নির্যাতিতা তরুণীর পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে কার্যত গ্রেফতার হযতে হয়েছিলো রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে। এছাড়াও হাথরসের পথে গিয়েছে তৃণমূলের সাংসদের দলের প্রতিনিধিরা। এরপরে প্রতিবাদে সোচ্চার হয়েছেন একাধিক বিরোধি দলের নেতা। যোগী আদিত্যনাথ সরকার হাথরসের ঘটনায় সিবিআই দিয়ে তদন্তের জন্য প্রস্তাব দিয়েছে৷ প্রসঙ্গত, গত ১৪ সেপ্টেম্বর উত্তর প্রদেশের হাতরসে ওই যুবতীকে ধর্ষণ করে খুন করা হয়। ঘটনার সপ্তাহ দুই পর মঙ্গলবার ভোরে দিল্লির সফদরজং হাসপাতালে যুবতীর মৃত্যু হয়৷
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএর পরেই সারা ভারত জুড়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়৷ নির্যাতিতার মৃত্যুর পরিবারের আপত্তি অগ্রাহ্য করেই এ দিন ভোরে ওই যুবতীর দেহ সৎকার করে দেয় উত্তরপ্রদেশ পুলিশ৷ অন্য দিকে হাথরসের দলিত তরুণীকে মধ্যরাতে দাহ করার ঘটনায় কাঠগড়ায় উঠেছে উত্তরপ্রদেশ পুলিশ এর নাম।
এরপরেই একাধিক বার প্রতিবারের সুর চড়িয়েছেন রাহুল গান্ধী, সনিয়া গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সেলিম বলেন “বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে। এরাজ্যে মমতা-মুকুল এক কোম্পানি ছিল। এখন আলাদা হয়েছে। সবটাই দখলের রাজনীতি। আর এরই পরিণতিতে টিটাগড়ের ঘটনা”।