Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

পার্টিতে ছোট পোশাক পরে এমন পোজ দিলেন রাখি সাওয়ান্ত, ভিডিও তুমুল ভাইরাল

রাখি সাওয়ান্ত কোনো না কোনো কারণে চর্চায় থাকেন মিডিয়াতে। নিজের অদ্ভুত সাজ-পোশাক ও কান্ড-কারখানার জন্য প্রায়ই চর্চিত হন তিনি। 'বিগ বস' চলাকালীন হঠাৎ জানা গিয়েছিল, তিনি বিয়ে করে ফেলেছেন। আবার…

Avatar

রাখি সাওয়ান্ত কোনো না কোনো কারণে চর্চায় থাকেন মিডিয়াতে। নিজের অদ্ভুত সাজ-পোশাক ও কান্ড-কারখানার জন্য প্রায়ই চর্চিত হন তিনি। ‘বিগ বস’ চলাকালীন হঠাৎ জানা গিয়েছিল, তিনি বিয়ে করে ফেলেছেন। আবার ‘বিগ বস’ শেষ হওয়ার পর হঠাৎই ভ্যালেন্টাইন্স ডের আগেই জানান, স্বামী রিতেশ সিংয়ের সাথে বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছে। এরপর পাপারাজিৎদের ক্যামেরার সামনে কাঁদতে কাঁদতে জানিয়েছিলেন, তিনি রীতিমতো ডিপ্রেশনে চলে গিয়েছেন এই ঘটনা ঘটার পর থেকেই।নিজের পোশাককে কেন্দ্র করে প্রায়ই বিতর্কে জড়াতে দেখা যায় রাখি সাওয়ান্তকে। সম্প্রতি আবারো সেই পোশাককে কেন্দ্র করেই চর্চায় অভিনেত্রী। কয়েকদিন আগে বলিউডের আয়োজিত একটি পার্টিতে উপস্থিত হয়েছিলেন রাখি সাওয়ান্ত। এই পার্টিতে একটি অফ-শোল্ডার শর্ট অফ-হোয়াইট ড্রেসে দেখা মিলেছিল তার। এই পোশাকে রেড কার্পেটে ক্যামেরার সামনে অদ্ভুত পোজ দিয়েছিলেন তিনি, যা ভাইরাল হতেই ট্রোলের শিকার অভিনেত্রী।এই পোশাকে কখনো ক্যামেরার সামনে ঝুঁকে, আবার কখনো সাইড করে দাঁড়িয়ে কোমর বেঁকিয়ে ছবি তুলেছেন তিনি। এই পোশাকের সাথে এক অদ্ভুত হেয়ার স্টাইল করেছিলেন অভিনেত্রী, যা দেখে রীতিমত অবাক হয়েছেন অধিকাংশ নেটনাগরিক। এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই নেটদুনিয়ায় ট্রোল হন তিনি।
 
View this post on Instagram
 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

কেউ লিখেছেন, আবারো তার পাগলামি শুরু হয়ে গিয়েছে। আবার কেউ লিখেছেন, উরফি জাভেদের মা। অধিকাংশ নেটজনতা, রাখি সাওয়ান্তের সাথে তুলনা করেছেন সোশ্যাল মিডিয়ার বিতর্কিত কুইন উরফি জাভেদকে। ভাইরাল হওয়া ভিডিওর কমেন্টবক্সে সেইসমস্ত মন্তব্যের দেখা মিলবে।পার্টিতে ছোট পোশাক পরে এমন পোজ দিলেন রাখি সাওয়ান্ত, ভিডিও তুমুল ভাইরালসম্প্রতি এই ভিডিওর সূত্র ধরেই আবারো চর্চিত হয়েছেন তিনি। কয়েকদিন আগে এস এস রাজামৌলি পরিচালিত ‘আর আর আর’এর সাক্সেস্ পার্টিতেও উপস্থিত ছিলেন রাখি। সেখানেও তিনি নিজের পোশাকের জন্য রীতিমতো চর্চায় উঠে এসেছিলেন। বলাই বাহুল্য, ট্রোল হয়েছিলেন নেটমাধ্যমে। তবে এইসমস্ত বিষয়ে তার কাছে নতুন কিছু নয়। তিনি প্রায়ই এমন ধরনের কু-মন্তব্যের শিকার হয়ে থাকেন। এই সমস্ত ট্রোলিংয়ে তিনি বিশেষ কর্ণপাত করতে রাজি নন, তা তিনি নিজের হাতে ভাবেই বুঝিয়ে দেন।
About Author