Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Rakhi Sawant: বর্ষীয়ান অভিনেতা প্রেম চোপড়াকে চুমু রাখী সাওয়ান্তের! হু হু করে ভাইরাল দুষ্টুমিষ্টি ভিডিও

বলিউডের ড্রামা ক্যুইন বললে আগেই নাম আসবে রাখি সাওয়ান্ত। বলিউডের স্ট্রেট ফরওয়ার্ড ইনি। যখন যা মন চায় তাই করেন এই নায়িকা। কেরিয়ারের শুরু থেকেই রাখি মানুষকে অবাক করে এসেছেন তাঁর…

Avatar

By

বলিউডের ড্রামা ক্যুইন বললে আগেই নাম আসবে রাখি সাওয়ান্ত। বলিউডের স্ট্রেট ফরওয়ার্ড ইনি। যখন যা মন চায় তাই করেন এই নায়িকা। কেরিয়ারের শুরু থেকেই রাখি মানুষকে অবাক করে এসেছেন তাঁর কথায় এবং কাজে। রাখি সাওয়ান্ত মানেই বলিউডের মুচমুচে গসিপ। রাখি সাওয়ান্ত যেখানে থাকে সেখানে বিতর্ক হবে না তা আজ অবদি হয়নি। এই নায়িকাকে নিয়ে মাঝেমধ্যেই সরগরম হয়ে ওঠে পেজ থ্রির পাতা। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় চলে দেদার ট্রোলিং। কিন্তু সেসব ট্রোলিং নিয়ে বরাবরই কোনো ভ্রুক্ষেপ থাকে না রাখির। উল্টে সবসময় এমন কিছু না কিছু করতে থাকেন যার মাধ্যমে প্রায়ই খবরের শিরোনামে চলে আসেন অভিনেত্রী।রাখি সাওয়ান্তের ফ্যানেদের জন্য আরও একটি সুখবর। সম্প্রতি দুবাইতে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন রাখি সাওয়ান্ত। এই অনুষ্ঠানে বলিউড স্টার কাজল, বিবেক ওবেরয়, সানি লিওনি, প্রেম চোপড়া, রনজিতের মতো কলাকুশলীরা উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানের মাঝে এক প্রেম চোপড়ার সঙ্গে সাক্ষাৎ হয় রাখি সাওয়ান্তের। উভয়ের সাক্ষাতের পর একটি রেস্তোরাঁতে যান। আর সেখানেই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। শেয়ার করা ভিডিয়োতে দেখা যাচ্ছে, কোনো কারণবশত প্রেম চোপড়ার একটি হাতে আঘাত লাগায় তাতে প্লাস্টার করা রয়েছে। জানা যাচ্ছে, দুবাইতে হাতে চোট লেগে তাঁর ২টি আঙুল পুরো ফ্র্যাকচার হয়েছে। তবে চিকিৎসক জানিয়েছেন, অভিনেতার আঘাত গুরুতর হলেও চিন্তার কোনও কারণ নেই। এরপরেই রাখী সাওয়ান্ত প্রেম চোপড়ার সেই প্লাস্টার করা হাতেই দু বার চুমু খেয়ে দ্রুত তাঁর আরোগ্য কামনা করছেন। উল্লেখ্য, এই দিনের অনুষ্ঠানে প্রেম চোপড়াকে অভিনয়ের জন্য লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে ।Rakhi Sawant: বর্ষীয়ান অভিনেতা প্রেম চোপড়াকে চুমু রাখী সাওয়ান্তের! হু হু করে ভাইরাল দুষ্টুমিষ্টি ভিডিওঅভিনেতার হাতে রাখির এই চুমু খাওয়ার বিষয়টিকে নিয়ে অনেকে ট্রোলিং করেছেন। তবে এসবে পাত্তা দিতে নারাজ নায়িকা। তবে এই প্রসঙ্গে প্রেম কি বললেন? তিনি অবশ্য এই ঘটনাটিকে একটি মিষ্টি ঘটনা বলে ব্যাখ্যা করে সংবাদমাধ্যমকে। প্রেম চোপড়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘রাখি খুবই আবেগপ্রবণ। যাঁরা স্পষ্ট কথা বলেন, তাঁরা ভিতরে ভিতরে খুব আবেগপ্রবণ হন। রাখি খুবই ভাল। সে যেভাবে তাঁর পরিবারের দেখাশোনা করে তা প্রশংসার যোগ্য।’ তবে এই ভিডিও যে বেশ ভাইরাল নেটদুনিয়াতে তা বলাবাহুল্য।
 
About Author