Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

প্রায় নগ্ন পোশাক, রাখির শরীরচর্চার ভিডিও তুমুল ভাইরাল নেটদুনিয়ায়

বলিউডের ড্রামা ক্যুইন বললে আগেই নাম আসবে রাখি সাওয়ান্ত। বলিউডের স্ট্রেট ফরওয়ার্ড ইনি। যখন যা মন চায় তাই করেন এই নায়িকা। কেরিয়ারের শুরু থেকেই রাখি মানুষকে অবাক করে এসেছেন তাঁর…

Avatar

By

বলিউডের ড্রামা ক্যুইন বললে আগেই নাম আসবে রাখি সাওয়ান্ত। বলিউডের স্ট্রেট ফরওয়ার্ড ইনি। যখন যা মন চায় তাই করেন এই নায়িকা। কেরিয়ারের শুরু থেকেই রাখি মানুষকে অবাক করে এসেছেন তাঁর কথায় এবং কাজে। রাখি সাওয়ান্ত মানেই বলিউডের মুচমুচে গসিপ। রাখি সাওয়ান্ত যেখানে থাকে সেখানে বিতর্ক হবে না তা আজ অবদি হয়নি। কিছুদিন আগেই ইন্ডিয়ান আইডলে রাখির উপস্থিতি দেখে সকলেই অবাক হয়ে যান। অনেকের প্রশ্ন গানের অনুষ্ঠানে রাখির কাজ কি? তবে এর উত্তর পাওয়া যায়নি। ইন্ডিয়ান আইডলের আসন্ন এপিসোডে এর উত্তর পাওয়া যাবে। নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে মারাঠি সাজে সেজে সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন রাখি।

তবে এখানেই শেষ নয়। এবার অন্য লুকে হাজিরা দিলেন অভিনেত্রী। যা দেখে অনেকের চক্ষু চড়ক গাছ। অনেকেই প্রথমে ভাবেন রাখি কিছু না পড়েই যোগব্যায়াম করছেন বুঝি। না পোশাক তিনি পড়েছেন। তবে অন্যপ্রকার। ন্যুড অন্তর্বাস পরে রাখির যোগব্যায়ামের উত্তেজক ভিডিও এখন নেটদুনিয়ার হটকেক। আর সেই ভিডিও আপলোড করেই রাখি প্রমাণ করলেন যে তিনি কোনো কিচ্ছুতেই কম নন কারোর থেকে। আর কি করে পেজ থ্রির শিরোনামে থাকতে হয় তা তাঁর ভালো করেই জানা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

করোনা মক্রশুমে বাড়তি মেদ ঝরিয়ে ছিপছিপে তন্বী হওয়ায় মন দিয়েছেন বলিউডের আইটেম বম্ব। এই ভিডিয়োতে তাঁকে দেখা গেল মাথা নীচে ও পা উপরে রেখে যোগাসন করতে। তাঁকে সাহায্য করছিলেন তাঁর দুই প্রশিক্ষক। কিন্তু অন্যান্য নায়িকাদের ক্ষেত্রে যা হয়ে থাকে সচরাচর সেটা রাখির ক্ষেত্রে হল না। অন্যান্য নায়িকারা হেড স্ট্যান্ড করে এই যোগাসনের জন্য বহুবার প্রশংসিত হয়৷ যোগের পোজ তিনি নিখুঁত ভাবেই করেছেন তবে নেটিজেনরা রাখির প্রশংসার বদলে জুটলো জন্য নেট দুনিয়ায় ট্রোলিংয়ের বন্যা বয়ে গেল। নেটনাগরিকরা তাঁকে ট্রোল করেছেন ন্যুড স্পোর্টস ব্রা পরার জন্য। তবে রাখির ভক্তরা প্রশংসায় ভরিয়ে দিলেন।

উল্লেখ্য, সম্প্রতি রাখি একজন চ্যালেঞ্জার হিসেবে বিগ বস ১৪’র ঘরে প্রবেশ করেছিলেন। আর নিজের দক্ষতায় বড় বড় প্রতিযোগীদের হারিয়ে সেরা ৫ এ নিজের জায়গা করে নিয়েছিলেন রাখি। তবে গ্র‍্যান্ড ফিনালেতে ১৪ লক্ষ টাকার বিনিময়ে তিনি ফিনালে মঞ্চ থেকে এলিমেশন হয়ে যান। এই বিগ বসে থাকাকালীন নানান নানান বিতর্কে নাম জড়িয়েছিলেন বলিউডের এই নায়িকা।

About Author