কমেন্ট সেকশনে একজন ব্যবহারকারী লিখেছেন, ‘এই দুজনের পাগলামি এবং এনার্জি লেভেল সমান।’ অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, ‘রাম মিলাই জোড়ি… যেনো এক দম এক দুজনেই’। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘রব নে বানা দি জোড়ি’। একজন কমেন্ট সেকশনে রণবীর ও রাখিকে ভাইবোন বলে জানিয়েছেন, আরেকজন লিখেছেন, ‘আজ দীপিকা রণবীরকে বাড়িতে ঢুকতে দেবে না।’ এমন অনেক মন্তব্য করেছেন মানুষজন।রাখি সাওয়ান্ত তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছেন যাতে তাকে রাজীব খিমচির সাথে বাড়ি ফিরতে দেখা যায়। রণবীর সিংয়ের সঙ্গে দেখা করার কথা বলতে গিয়ে রাখি সাওয়ান্ত বলেছেন – রণবীর আমার সুইট হার্ট। এই ইভেন্টে আলিয়া ভাটের সঙ্গেও দেখা হয়েছিল রাখি সাওয়ান্তের। রাখি সাওয়ান্ত আলিয়া ভাটের সাথে তার ছবি ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ সম্পর্কে কথা বলেছেন এবং তাকে কমপ্লিমেন্ট দিয়ে বলেছেন যে ছবিতে তাকে খুবই আশ্চর্যজনক দেখিয়েছে।
‘দুজনেই সমান পাগল’, রাখি সাওয়ান্তের সঙ্গে উদ্দাম নাচ রণবীর সিংয়ের, চরম ভাইরাল ভিডিও
রাখি সাওয়ান্ত নামে কাপে নেট পারা, তার কথা,পোশাক, ড্যান্স,ও ডায়ালগ সব কন্ত্রভাসি লিস্টে সেরায় থাকেন। তবুও হট অ্যান্ড সুইট রাখীকে সকলেই ভালোবাসো প্রচুর। সুপারস্টার রণবীর সিং এবং রাখি সাওয়ান্ত সম্প্রতি…

আরও পড়ুন