Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Rajkummar-Patralekhaa Wedding:’স্ত্রী’-র হাতে শেষমেশ ধরা দিলেন রাজকুমার! অভিনেতার গলায় মালা দিলেন বঙ্গতনয়া পত্রলেখা

এবার আর রিল নয় আসল 'স্ত্রী’-র হাতে শেষমেশ ধরা দিলেন বলিউড অভিনেতা রাজকুমার রাও। পাত্রীবাঙালিনি পত্রলেখা। সোমবার চণ্ডীগড়ে মহা ধূমধামে চার হাত এক হল দুই সেলিব্রেটির। ১১ বছরের প্রেম পরিণতি…

Avatar

By

এবার আর রিল নয় আসল ‘স্ত্রী’-র হাতে শেষমেশ ধরা দিলেন বলিউড অভিনেতা রাজকুমার রাও। পাত্রীবাঙালিনি পত্রলেখা। সোমবার চণ্ডীগড়ে মহা ধূমধামে চার হাত এক হল দুই সেলিব্রেটির। ১১ বছরের প্রেম পরিণতি পেল অবশেষে সোমবার বিয়ের বাঁধনে আবদ্ধ হলেন রাজকুমার রাও আর পত্রলেখা। চন্ডীগড়ে কাছের বন্ধু আর পরিবারের উপস্থিতিতে বসেছিলেন এই হাইপ্রোফাইল কাপলের বিয়ের আসর। 

বিয়ের ঘণ্টা কয়েকের মধ্যেই ইনস্টাগ্রামে ছবি দিলেন নতুন বর। বিয়ের প্রথম ছবি শেয়ার করে রাজকুমার ইনস্টাগ্রামে লিখলেন, ‘অবশেষে ১১ বছরের ভালোবাসা, বন্ধুত্ব, রোম্যান্স, মজার পর আমি আমার জীবনের সবকিছুর সাথে আবদ্ধ হলাম। আমার আত্মার সাথী, আমার প্রিয় বন্ধু, আমার পরিবার। তোমার স্বামী হিসেবে পরিচিতি পাওয়ার থেকে আমার কাছে আজ আর কোনও খুশিই বড় নয়। চিরকাল আর তার পরেরও তুমি পত্রলেখা!’

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

রাজকুমার রাওয়ের এই ছবিতে প্রথম কমেন্ট অবশ্য করেছেন তাঁর স্ত্রী পত্রলেখা। তিনি লিখেছেন, ‘আমি কাঁদছি না! তোমরা কাঁদছ। অনেক শুভেচ্ছা।’ অভিনেত্রী সানিয়া মলহোত্রা লিখেছেন, ‘তোমাদের দুজনকেই শুভেচ্ছা, কী সুন্দর!’ এমনকি রাজকুমারের মতো পত্রলেখাও নিজের বিয়ের ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। লিখেছেন, ‘আজ আমি আমার জীবনের সবকিছুর সাথে বিয়ে করলাম…’ পত্রলেখার পোস্টেও কমেন্ট করতে দেখা গেল প্রিয়াঙ্কাকে। লিখলেন, ‘তোমাদের দু’জনকে অসাধারণ লাগছে। শুভেচ্ছা।’ অভিনেত্রী তাপসী পান্নু লিখলেন, ‘একে-অপরের জন্যর ওপর ভরসা হয়ে গেল আজ শুধু তোমাদের জন্য। অনেক শুভেচ্ছা।’ অনুগামীরা এই লাভ বার্ডসকে ভালোবাসা জানিয়েছেন।

এই দিন বিয়ের নববধূ লাল রঙের ভারি কাজের শাড়ি, মাথায় ওড়না, মাঙ্গটিকা, নাকে নথ পরে সনাতনী রাজরাণীর সাজে সেজেছিলেন পত্রলেখা। আর বিয়ের জন্য ঘিয়ে রঙের শেরওয়ানির সাথে গোলাপি ওড়না নিয়েছিলেন রাজকুমার। মাথায় লাল পাগড়ি আর কপালে কুমকুম। আর পত্রলেখার কপালেও লাল-সাদা কলকা চোখে পড়েছে। রাজকুমারের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে সিঁদুর দানের ছবিও। প্রতিটি পোস্ট বেশ ভালোই ভাইরাল নেটদুনিয়াতে।

About Author