Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কাকা রাজীব কাপুরকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হল ৯ মাসের অন্তঃসত্ত্বা করিনা কাপুর, ভাইরাল ভিডিও

জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর বর্তমানে ৯ মাসের অন্তঃসত্ত্বা। খুব সম্ভবত আগামী সপ্তাহে জন্ম দিতে চলেছেন এক সন্তানের। কিন্তু তার পরিবারের এই দুঃখের সময় তিনি উপস্থিত হন। কাকার মৃত্যুতে শোকাহত তিনি।…

Avatar

By

জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর বর্তমানে ৯ মাসের অন্তঃসত্ত্বা। খুব সম্ভবত আগামী সপ্তাহে জন্ম দিতে চলেছেন এক সন্তানের। কিন্তু তার পরিবারের এই দুঃখের সময় তিনি উপস্থিত হন। কাকার মৃত্যুতে শোকাহত তিনি। তার বোন কারিশমা কাপুর কাকাকে শেষ শ্রদ্ধা জানাতে যায়। সাদা কুর্তি এবং কালো লেগিংস পড়ে অন্তঃস্বত্তা করিনা কাপুর তার শারীরিক অবস্থা তোয়াক্কা না করে কাকাকে শেষ শ্রদ্ধা জানাতে পৌঁছায়। তার বোন কারিশমা কাপুরের পরনে ছিল নীল সাদা চেক জমা।

https://www.instagram.com/p/CLENtLWBgEc/?igshid=1e6vafgakpw8g

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

https://www.instagram.com/p/CLENxBSHJyD/?utm_source=ig_web_copy_link

https://www.instagram.com/p/CLELosTBxju/?igshid=1g49mww9f27yy

রাজিব কাপুরের মৃত্যুতে ভেঙে পড়েছে তারা দাদারা। কারিশমার বাবা রণধীর কাপুরের আদরের চিম্পু ছিল তিনি তাই খুবই শোকাহত রণধীর কাপুর।অভিনেতা ঋষি কাপুরের পর চলে গেল রাজীব কাপুর। রণধীর, ঋষি ও রাজিব তিন পুত্র ছিল রাজ কাপুর ও কৃষ্ণা কাপুরের। এবং তাদের দুই বোন হলো ঋতু নন্দা এবং রিমা জৈন। রাজীব কাপুর ছিল পাঁচ ভাইবোনের মধ্যে সব থেকে ছোট। আদরের ছোট ভাইকে হারিয়ে কাপুর পরিবারের সদস্যরা খুবই শোকাহত। কাপড় পরিবারে চলছে এখন শোকের ছায়া। অনেক অভিনেতা অভিনেত্রী পরিচালক সবাই রাজীব কাপুর কে শেষ শ্রদ্ধা জানাতে তার বাড়ি অথবা শ্মশানে পৌঁছায়।

About Author