Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সোনার বাংলা গড়ে তোলার সংকল্প, মনোনয়নপত্র জমা দিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়

একুশের বিধানসভা নির্বাচনে ইতিমধ্যেই প্রার্থী তালিকা সম্পূর্ণ রূপে ঘোষণা করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে বিজেপি ৪টি দফার প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। টিকিট পেয়েছেন বহু তাবড় তাবড় নেতারা। তার সঙ্গে…

Avatar

By

একুশের বিধানসভা নির্বাচনে ইতিমধ্যেই প্রার্থী তালিকা সম্পূর্ণ রূপে ঘোষণা করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে বিজেপি ৪টি দফার প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। টিকিট পেয়েছেন বহু তাবড় তাবড় নেতারা। তার সঙ্গে এবারের বিজেপি প্রার্থী তালিকায় রয়েছে চাঁদের হাট। বহু তারকা এবারে বিজেপির টিকিটে প্রার্থী হয়েছেন। রবিবার তৃতীয় এবং চতুর্থ দফার প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। আর তাতে লক্ষ্য করা যায়, বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় এবারে তার পছন্দমতো আসন ডোমজুড়ে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন। এই নিয়ে ইতিমধ্যেই সাজো সাজো রব হাওড়া ডোমজুড় এর বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে।

আর তার মধ্যেই হাওড়া জেলা শাসকের কাছে নিজের মনোনয়নপত্র পেশ করলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। মনোনয়ন পেশ করার সময় রাজীব বন্দ্যোপাধ্যায় বললেন, “বিগত ১০ বছর মানুষের পাশে ছিলাম। মানুষের জন্য কাজ করেছি। আমি কোন জাতপাত, ধর্ম দেখিনি। আমি সমস্ত ভাবে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আমি আমার সাধ্যমত কাজ করেছি। ডোমজুড়ে কতটা উন্নয়ন হয়েছে তা মানুষ দেখেছে। রাজীব বন্দ্যোপাধ্যায় কতটা ক্ষমতা ছিল, তা মানুষ হাড়ে হাড়ে জানে। তাই এবারেও আমি নিশ্চিত, মানুষ তাদের আশীর্বাদ, দোয়া, জোহর আমার জন্য দেবেন।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অন্যদিকে তৃণমূলকে কটাক্ষ করে রাজীব বন্দ্যোপাধ্যায় বললেন, “আমাকে যারা গদ্দার বলছে, তারা আগে নিজেরা নিজেদের মুখ আয়নায় দেখুক। আমি কখনো কারো সঙ্গে গাদ্দারি করিনি। মানুষের সঙ্গে আমি কখনো গদ্দারি করিনি। মানুষ আমাকে ভালোমতোই চেনেন।” প্রসঙ্গত উল্লেখ্য, এই আসন থেকে গত দুবারে বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মন্ত্রী ছিলেন তিনি।

তবে কিছুদিন হয়েছিল তৃণমূলের সঙ্গে তার বনিবনা হচ্ছিল না। তারপর তিনি তৃণমূল ত্যাগ করে বিজেপিতে যোগদান করার সিদ্ধান্ত ঘোষণা করেন। এদিকে গেরুয়া শিবিরে ক্ষোভ তৃণমূল ত্যাগী নেতাদের প্রার্থী করা নিয়ে। যদিও রাজীব বন্দ্যোপাধ্যায় বিষয়টিকে একেবারেই আমল দিতে চাননি। তিনি বলছেন, “দল সবার সঙ্গে কথা বলবে, সবাইকে মান্যতা দেওয়া হবে। সকলে একসঙ্গে মিলে কাজ করব। ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসছে। দল বড় হচ্ছে। তৃণমূলের ক্ষেত্রেও এটা হয়েছিল। কিন্তু ভারতীয় জনতা পার্টিতে সবাই একসাথে মানুষের উন্নয়নের জন্য কাজ করব।”

About Author