Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘ন্যায় সঙ্গত দাবি’, আন্দোলনরত পার্শ্বশিক্ষকদের পাশে প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় 

'তাদের দাবি ন্যায়সঙ্গত'। 'সাধারণ মানুষ' মানুষ হিসেবে এইবার আন্দোলনরত পার্শ্বশিক্ষকদের অয়াশে রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। অনশনমঞ্চের সামনে দাঁড়িয়ে বললেন,"বেকার যুবকদের জন্য গলা ফাটিয়েছে, কর্ম সংস্থানের জন্য প্রশ্ন করেছি। কিছুই করতে…

Avatar

‘তাদের দাবি ন্যায়সঙ্গত’। ‘সাধারণ মানুষ’ মানুষ হিসেবে এইবার আন্দোলনরত পার্শ্বশিক্ষকদের অয়াশে রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। অনশনমঞ্চের সামনে দাঁড়িয়ে বললেন,”বেকার যুবকদের জন্য গলা ফাটিয়েছে, কর্ম সংস্থানের জন্য প্রশ্ন করেছি। কিছুই করতে পারেনি সরকার।” এখনও পর্যন্ত সরকারের কোনও চিন্তাই নেই। বেতন বৃদ্ধি, চাকরিতে স্থায়ীকরণ সহ ২৬ দফা দাবিতে অনশনে বসেছেন পার্শ্বশিক্ষকরা।

সল্টলেকের বিকাশ ভবন তাদের অনশন মঞ্চ এই দিন হাজির হন প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। মঞ্চে ভাষণ দিতে বাংলার শাসক শিবিরের সরকারকে কার্যত তুলোধনা করেন তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন বনমন্ত্রী বলেন,”ওদের দাবি ন্যায়সঙ্গত। পার্শ্বশিক্ষকদের সাথেও বঞ্চনা করা হচ্ছে। এত দিন ধরে অনশন করছেন, এদের কথা শোনা হচ্ছেনা। এটা তো রাজ্যের রাজনীতি নয়।” সাথে আশ্বাস,’আমি এখন যে দলে আছি, সেই দল যদি সরকার গড়তে পারে, তবে এই সব দাবিউলি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

প্রসঙ্গত উল্লেখ্য, সিপিএমের কায়দায় ‘মা কিচেন’ শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই বিষয়ে রাজীব বন্দ্যোপাধায়ের প্রতিক্রিয়াও লক্ষ্য করার মতো ছিল। তার বক্তব্য,”ভোটের দিকে তাকিয়ে এই মা প্রকল্প, দুয়ারে সরকার। এই সব প্রকল্প ঘোষণা করে মানুষকে বোকা বানানোর চেষ্টা করা হচ্ছে।” উন্নয়নের স্বার্থে আবার একবার বাংলার এবং কেন্দ্রীয় সরকারকে যৌথভাবে কাজ করার কথা বলেন তিনি।

প্রসঙ্গত, দিন কয়েক আগে ২৬ দফা দাবিতে বিধানসভার সামনে অবস্থান বিক্ষোভে বসেছিলেন পার্শ্বশিক্ষকরা। সাফ জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে সেখান থেকে নড়বেন না। কিন্তু সেদিন মুখ্যমন্ত্রী বিধানসভা যাননি, উল্টে এই ঘটনায় ৫০ জন আন্দোলনকারীকে গ্রেফতার পুলিস।

About Author