নিউজপলিটিক্সরাজ্য

একই মাঠে খেলতে নামবো, শুধু জার্সিটা আলাদা হবে, দেখুন তো খেলে দিতে পারি কিনা, মমতাকে রাজিব

পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি তে পরিবর্তন যাত্রায় অংশ নিয়ে এরকম মন্তব্য করলেন বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)।

Advertisement
Advertisement

একই মাঠে খেলব কিন্তু নতুন জার্সি পরে, দেখুনতো খেলে দিতে পারি কিনা।পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি তে পরিবর্তন যাত্রায় অংশ নিয়ে এরকম মন্তব্য করলেন বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। বিধানসভা ভোট যত এগিয়ে আসছে তোকে রাজনৈতিক দলগুলো একে অপরের বিরুদ্ধে ময়দানে নেমে পড়ছে। একে অপরের বিরুদ্ধে হুংকার দেওয়া থেকে শুরু করে বিরোধীদলের ভুলগুলোকে সামনে তুলে আনা সবকিছুই চলছে জোরকদমে। আর এবারে নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ( Mamata Banerjee) কটাক্ষ করলেন রাজীব বন্দ্যোপাধ্যায়।

Advertisement
Advertisement

রাজিব ব্যানার্জি কেশিয়াড়ি তে পরিবর্তন যাত্রা সভা মঞ্চ থেকে বললেন, “ভারতীয় জনতা পার্টি আমাকে ব্যবহার করুক, আমি কোন গ্রাম বাকি রাখবো না। আমি পাড়ায় পাড়ায় যাব। ২৯৪টি বিধানসভা কেন্দ্রে যাব। আমি মানুষের কাছে গিয়ে পৌছাবো। মানুষকে বোঝাবো। আমার দৃঢ় বিশ্বাস মানুষ সেই আস্থা এবং নিরাপত্তা আমাদের উপর রাখবে। এটা আমাদের পরিচিত মাঠ। এখানে আমরা ভালোই খেলছি। বিগত নির্বাচনে আমরা প্রমান করে দিয়েছি আমরা কেমন খেলোয়াড়। সুতরাং এখনো খেলোয়াড় একই আছে শুধু মাত্র জার্সি বদল হয়েছে। আবারও একই মাঠে নামবো। একই মানুষ পাব। শুধু জার্সি নতুন হবে। দেখুনতো খেলে দিতে পারি কিনা!”

Advertisement

মুখ্যমন্ত্রীকে নিশানা করে রাজীব বন্দ্যোপাধ্যায় বললেন, “বাজেটের নামে বিধানসভা থেকে নির্বাচনী ইশতেহার প্রকাশ করছেন! যে সরকার থাকবে না, সেই সরকার বাজেট প্রকাশ করতে পারে? যে সরকার মানুষের দ্বারা নির্বাচিত নয়, সেই সরকার বিধানসভায় গিয়ে কি বাজেট পেশ করতে পারে? ওই সরকার বুঝতে পেরে গিয়েছে এবারে অবস্থা টলমল করছে। বট গাছ নড়ে গেছে। তিনি নিজেও বুঝতে পারছেন তিনি আর থাকবেন না। তাই ভোটের মুখে এখন কল্পতরু না ভোটতরু হয়েছেন। তিনি বারবার বলছেন আমি থাকব…. আমি থাকব…. আমি থাকব।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button