Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

শুভেন্দুর পর এবার রাজীব বন্দ্যোপাধ্যায়ের নামে পোস্টার শহরে, জল্পনা রাজ্য রাজনীতিতে

শনিবার একটি বেফাঁস মন্তব্য করার পর রবিবার সকালে উত্তর কলকাতার একাধিক জায়গায় বন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় এর সমর্থনে পড়লো বেশ কিছু পোস্টার এবং ফ্লেক্স। উত্তর কলকাতার শ্যামবাজার, কাঁকুড়গাছি, শোভাবাজার, উল্টোডাঙ্গা…

Avatar

শনিবার একটি বেফাঁস মন্তব্য করার পর রবিবার সকালে উত্তর কলকাতার একাধিক জায়গায় বন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় এর সমর্থনে পড়লো বেশ কিছু পোস্টার এবং ফ্লেক্স। উত্তর কলকাতার শ্যামবাজার, কাঁকুড়গাছি, শোভাবাজার, উল্টোডাঙ্গা সহ বেশ কিছু জায়গায় এই পোস্টটার দেখা গিয়েছে। এমন এমন জায়গায় সেই পোস্টার পড়েছে যেগুলি আমজনতার চোখে পড়বেই।

শ্যামবাজার মোড়ে ন্যূনতম দেখা গিয়েছে ১০টি পোস্টার। বাকি জায়গাতেও পোস্টার অনেকগুলি করে দেখা গিয়েছে। এই পোস্টার গুলিতে লেখা ছিল, ছাত্র যুবর নয়নের মনি। আবার অনেক পোস্টারে লেখা ছিল, সততার প্রতীক, কাজের মানুষ কাছের মানুষ। এই জায়গাগুলিতে শুভেন্দু অধিকারীর সমর্থনেও পোস্টার দেখা গিয়েছিল।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে শুভেন্দু অধিকারীর মত এই পোস্টারে কোন দাদার অনুগামী ছাপ ছিল না। এই পোস্টারে লেখা ছিল উত্তর কলকাতা স্পোর্টস লাভার অ্যাসোসিয়েশন আবার অনেক জায়গায় ছিল উত্তর কলকাতা উন্নয়ন পরিষদ।

এই সমস্ত পোষ্টের এরপর স্বভাবতই রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে। শনিবার দলের বিরুদ্ধে মন্তব্য করেছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। সেখানে তৃণমূল এবং তার দলের উচ্চ নেতৃত্বকে কাঠগড়ায় তুলেছিলেন তিনি। তারপরে তার মন্তব্য ছিল, “এখন হচ্ছে স্তাবকতার যুগ। অর্থাৎ আমি ভালো বললে ভালো বলতে হবে। আমি খারাপ বললে খারাপ বলতে হবে। হ্যাঁ তে হ্যাঁ, আর না তে না, যদি না মেলাতে পারো তাহলে তুমি খারাপ।” স্তাবকতা করলে বেশি নম্বর পাওয়া যায়। এজন্যই দলে তার নম্বর কম বলে আক্ষেপ করেছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়।

About Author