Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

“মানুষের সেবা করে যাব”, বিধায়ক পদ ছেড়ে আবেগ ঘন পোস্ট রাজীবের

বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে ফেসবুকে আবগঘন পোস্ট করলেন প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়(Rajib Banerjee)। তিনি ফেসবুকে লিখেছেন,' পশ্চিমবাঙ্গের মানুষের সেবা করাই আমার জবিনের সবচেয়ে বড় প্রাপ্তি। ১০ বছরে যা পেয়েছি…

Avatar

বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে ফেসবুকে আবগঘন পোস্ট করলেন প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়(Rajib Banerjee)। তিনি ফেসবুকে লিখেছেন,’ পশ্চিমবাঙ্গের মানুষের সেবা করাই আমার জবিনের সবচেয়ে বড় প্রাপ্তি। ১০ বছরে যা পেয়েছি তার জন্য কৃতজ্ঞ। আমার ওপর আস্থা রাখার জন্য আপনাদের ধন্যবাদ। আমার ওপর বিশ্বাস রাখার জন্য দোমজুড়ের মানুষদের ধন্যবাদ। আমি প্রতিশ্রুতি ফিভভহি আপনাদের পাশে আমি থাকবো এবং আপনাদের ও বাংলার উন্নয়নের কাজ আমি করবো। আমার বিধানসভার সমস্ত কর্মী সবাইকে ভবিষ্যতের জন্য শুভকামনা।”আগের বেশ কিছু মাস ধরেই আলোচনার কেন্দ্রে ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন সময় নাম না বলে দলের এক শ্রেণির নেতার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। কখনও প্রকাশ্যে ক্ষোভের সাথে তোপ দেগেছেন। কখনও বা সোশ্যাল মিডিয়ায়। রাজীবের মূলত অভিযোগ এই যে,”ভালো কাজ যারা করেন তারা তৃণমূলের প্রথম সারিতে স্থান পান না। ভালো কাজ করলে বাঁধা দেওয়ার চেষ্টা করেন বহু নেতা। এর বিরুদ্ধে দলকে জানালেও কোনও ব্যবস্থা নেওয়া নয়না।” এর পরেই মন্ত্রী পদ থেকে ইস্তফা দেন রাজীব । সেই দিনই সংবাদ মাধ্যমের সামনে আবেগ তাড়িত হয়ে পড়েন তিনি।তবে অমিত শাহের সফরের আগে রাজীবের এই ইস্তফা ফের একবার দলবদলের জল্পনাকে উষ্কে দিল। কারণ এর আগে দেখা গেছে অমিত শাহের রাজ্য সফরের আগেই তৃণমূল ছেড়েছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তারপরেই তিনি অমিত শাহের (Amit Shah) হাত ধরে যোগ দেন বিজেপিতে। আবারও রাজ্যে আসতে চলেছেন অমিত শাহ। আর তার আগেই রাজীবের বিধানসভায় অনুপস্থিতি এবং তারপর ইস্তফা। তবে কি শুভেন্দুর পথেই চলবেন তিনি? রাজীব নিজে অবশ্য এই বিষয়ে খোলসা করে এখনও কিছু জানাননি। সেক্ষেত্রে রাজীবের পদক্ষেপ জানতে হয়ত অপেক্ষা করতে হবে অমিত শাহের সফর পর্যন্ত।
About Author