Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আজকের বৈঠকে অনুপস্থিত ৫ জন মন্ত্রী, রাজীবকে নিয়ে জল্পনা তুঙ্গে

মঙ্গলবার সকাল তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের( Partha Chaterjee) সাথে বৈঠক ছিল তার। কিন্তু সেই বৈঠক ও এড়িয়ে গিয়েছেন রাজীব(Rajib Banerjee)। এইদিন তিনি বিকেলে এলেন না ক্যাবিনেট বৈঠকেও। সকালে পার্থ চট্টোপাধ্যায়ের…

Avatar

মঙ্গলবার সকাল তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের( Partha Chaterjee) সাথে বৈঠক ছিল তার। কিন্তু সেই বৈঠক ও এড়িয়ে গিয়েছেন রাজীব(Rajib Banerjee)। এইদিন তিনি বিকেলে এলেন না ক্যাবিনেট বৈঠকেও। সকালে পার্থ চট্টোপাধ্যায়ের সাথে বৈঠক এড়িয়ে যেতেই আজকের বিকালের ক্যাবিনেট বৈঠক তার যোগ দেওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। শেষে আজও ক্যাবিনেট বৈঠকে অনুপস্থিত থাকলেন রাজীব।

সূত্র হতে জানা গিয়েছে যে, সকালে পার্থ চট্টোপাধ্যায়ের সাথে বৈঠকে না যাওয়া নিয়ে ঘনিষ্ঠ মহলে রাজীব জানিয়েছেন যে, তার শরীর ভালো নেই। সেই কারণে আজকের বৈঠকে যাওয়া সম্ভব নয়। প্রসঙ্গত উল্লেখ্য, মোট ৪ টি বৈঠকে এলেন না রাজীব। এর আগের ক্যাবিনেট বৈঠকেও যান নি তিনি। যদিও তখন দলবদলের জল্পনা উড়িয়ে দিয়েছিলেন রাজীব। তবে আগের কিছুদিন ধরে দলের কর্মসূচিতে কিন্তু গরহাজির থাকছেন রাজীব। বলা বাহুল্য, মন্ত্রীর সাম্প্রতিক বৈঠকে যোগ দেননি, সব কিছু আরও একবার উসকে দিয়েছে তার গেরুয়া শিবিরে যোগদান জল্পনা। বলে রাখি চলতি মাসেই আবার রাজ্যে আসার কথা রয়েছে অমিত শাহের।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অন্যদিকে, রাজীব বন্দ্যোপাধ্যায় বাদে আজ মন্ত্রীসভার বৈঠকে আসেননি মোট ৫ জন মন্ত্রী। তার মধ্যে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, অরূপ রায়, সুজিত বসু, গৌতম দেব। জানা গিয়েছে যে শিক্ষামন্ত্রী আছেন কলকাতার বাইরে। তাই এখানে আসেননি তিনি। অন্যদিকে, সুজিত বসুও কলকাতার বাইরে। এর আগের বৈঠকও আসেননি তিনি। তবে সমবায় মন্ত্রী অরূপ রায় কেন আজকের ক্যাবিনেট বৈঠকেও অনুপস্থিত? প্রথমে তা না জানা গেলেও পরে মন্ত্রী জানান যে তিনি আসতে পারেননি কারণ তিনি জানতেন না আজকের বৈঠক সম্পর্কে।

About Author
news-solid আরও পড়ুন