মিস ইউনিভার্স সুস্মিতা সেনের জীবনে দারুণ সুখবর। খুব শীঘ্রই পিসি হতে চলেছেন সুস্মিতা সেন। এই মহামারি পরিস্থিতিতে খুশির হাওয়া সুস্মিতা সেনের পরিবারে। খুব শীঘ্রই সেন বাড়িতে আসতে চলেছে নতুন অতিথি।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowগতকাল বলিউডের ছোটপর্দার অভিনেত্রী চারু অসোপা সোশ্যাল মিডিয়ায় প্রথমবার তার বেবি বাম্প এর ছবি পোস্ট করেন। তারপরই এই সুখবর তিনি দিয়ে সকলকে চমকে দেন। বলিউডের এই জনপ্রিয় রিয়েল জুটি এখন বেশ আনন্দিত। গতকাল বলিউডের ছোটপর্দার অভিনেত্রী চারু অসোপা সোশ্যাল মিডিয়ায় প্রথমবার তার বেবি বাম্প এর ছবি পোস্ট করেন। সুস্মিতা সেনের নিজের ভাই রাজিব সেনের স্ত্রী হলেন চারু। রাজীব ও চারুর সঙ্গে নিয়ের একটি ছবি পোস্ট করে জানান, দু’জন থেকে তিনজন হতে চলেছেন এই জুটি।
গোয়াতে কাছের মানুষদের নিয়ে বিয়ে করেন রাজিব এবং চারু। তবে কয়েক মাস আগে এদের সম্পর্কে নানান ভুল বোঝাবুঝি তৈরি হয়। এমনকি প্রায় তিন মাস একে অপরের থেকে আলাদা থাকেন এই জুটি। সে সময় দুজনেই নিজেদের সোশ্যাল মিডিয়ায় একে অপরের ছবি মুছে দিয়েছিলেন। তবে কথায় আছে ভালোবাসায় ভুল বোঝাবুঝি বেশিদিন থাকে না, পরে সব ভুল বোঝাবুঝির অবসান হয় রাজিব এবং চারুর মধ্যে। তিন মাস পর আবার একসাথে থাকা শুরু করেন।
শুধুই কি রাজিব আর চারু খুশি। হবু পিসি সুস্মিতা সেন ও এই খুশির খবরে বেশি আনন্দিত। হবু পিসি সুস্মিতা সেন এই সুখবর পাওয়ার পর থেকে একাধিকবার চারু কে ফোন করেছেন, এমনকি নতুন সদস্যকে নিয়ে দারুণ উত্তেজিত মিস ইউনিভার্স। মা হওয়ার আনন্দ অনেক আগেই সুস্মিতা উপভোগ করেছেন। মা হওয়ার আনন্দ অভিনেত্রী আগেই জানেন। সিঙ্গেল থাকাকালীন দুই মেয়েকে দত্তক নিয়েছেন অভিনেত্রী। এবার আরও এক সন্তান আসতে চলেছে সেন পরিবারে।
সুস্মিতা সেন বরাবরই নিজের পরিবারকে নিয়ে থাক বেশি পছন্দ করেন। সন্তানদের সময় দেওয়ার পাশাপাশি মা-বাবা এবং ভাই রাজীবের সঙ্গে মাঝেমধ্যেই সময় কাটান। ভাই রাজিব এবং ভাইয়ের স্ত্রী চারুর সঙ্গে খুব ভালো সম্পর্ক সুস্মিতার। প্রায়শই এদের একাধিক ছবি সোশ্যাল মিডিয়াতে দেখা যায়।