খেলাক্রিকেট

Team India: বেঞ্চে বসিয়ে বিধ্বংসী এই ক্রিকেটারের ক্যারিয়ার ধ্বংস করছেন দ্রাবিড়-রোহিত, সুযোগ দিচ্ছেন না প্রথম একাদশে

নিউজিল্যান্ডের বিপক্ষে একদিনের সিরিজে ভারতীয় স্কোয়াডে জায়গা পেলেও প্রথম একাদশে জায়গা পাচ্ছেন না ভারতের তরুণ ব্যাটসম্যান রজত পাতিদার।

Advertisement
Advertisement

নিউজিল্যান্ডের বিপক্ষে চলমানরত ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নেমেছিল টিম ইন্ডিয়া। রায়পুরের সবুজ গ্রাউন্ডে নিউজিল্যান্ডকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে টিম ইন্ডিয়া। আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতীয় বোলারদের বিধ্বংসী বোলিংয়ের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে নিউজিল্যান্ড শিবির। প্রথমে ব্যাটিং করে নিউজিল্যান্ড সবকটি উইকেট হারিয়ে মাত্র ১১০ রান সংগ্রহ করতে সক্ষম হয়। ১১১ রানের সহজ লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ২০ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় টিম ইন্ডিয়া।

Advertisement
Advertisement

এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে একদিনের সিরিজে ভারতীয় স্কোয়াডে জায়গা পেলেও প্রথম একাদশে জায়গা পাচ্ছেন না ভারতের তরুণ ব্যাটসম্যান রজত পাতিদার। ভারতীয় দলে শ্রেয়াস আইয়ারের অনুপস্থিতিতে ডাক পেয়েছিলেন রজত। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুটি ম্যাচে তাকে ছাড়াই টিম সাজিয়েছে দলের অধিনায়ক রোহিত শর্মা এবং প্রধান কোচ রাহুল দ্রাবিড়। ক্রিকেট প্রেমীরা মনে করছেন, তার মতো প্রতিভাধর প্লেয়ারকে ভারতীয় একাদশে সুযোগ না দিয়ে তার ক্যারিয়ার ধ্বংস করছেন রোহিত-দ্রাবিড়।

Advertisement


নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুটি ম্যাচে রিজার্ভ বেঞ্চে বসে কাটিয়েছেন রজত পাতিদার। অথচ প্রথম শ্রেণীর ক্রিকেটে বিগত কয়েক মাসে বিধ্বংসী পারফরম্যান্স করেছেন ভারতের এই তরুণ ক্রিকেটার। আপনাদের জানিয়ে রাখি, মধ্যপ্রদেশের হয়ে রঞ্জি ট্রফির ফাইনালে সেঞ্চুরি করেছিলেন রজত পাতিদার। পাশাপাশি গত মরশুমে ব্যক্তিগত ৬৫৮ রান করেন ভারতীয় এই ক্রিকেটার। এছাড়া তিনি ৫০টি প্রথম শ্রেণির ম্যাচে ৩৬৬৮ রান করেছেন, যার মধ্যে ১১টি সেঞ্চুরি রয়েছে।

Advertisement
Advertisement


পাশাপাশি ভারতীয় প্রিমিয়ার লিগে বিধ্বংসী ব্যাটিং করার অভিজ্ঞতা রয়েছে রজত পাতিদারের। ২০২২ আইপিএলের মরশুমে রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর জার্সিতে মাঠ কাঁপিয়েছিলেন ভারতীয় এই ক্রিকেটার। আইপিএলের ওই আসরে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ১১২ রানের ইনিংস সহ একটি সেঞ্চুরি এবং দুটি হাফ সেঞ্চুরি সহ ৮ ম্যাচে ৩৩৩ রান করেছিলেন রজত পাতিদার।

Advertisement

Related Articles

Back to top button