অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা মানুষের পাশে দাঁড়াতে কেন্দ্র ও রাজ্য সরকার একের পর এক প্রকল্প চালু করছে। খাদ্য নিরাপত্তা থেকে শুরু করে রান্নার গ্যাস পর্যন্ত—সব ক্ষেত্রেই গরিব পরিবারের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় রাজস্থানে এবার রেশন কার্ডধারীদের জন্য নতুন সুবিধা ঘোষণা করেছে রাজ্য সরকার।
রেশন কার্ডের গুরুত্ব
ভারতে বহু মানুষ এখনও খাদ্যের অভাবে প্রাণ হারান। এই পরিস্থিতি মোকাবিলায় জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় কোটি কোটি পরিবারকে সুলভ দামে রেশন দেওয়া হচ্ছে। তবে এই সুবিধা পেতে হলে রেশন কার্ড থাকা বাধ্যতামূলক। রেশন কার্ড থাকলে শুধু খাদ্যশস্যই নয়, আরও নানা সরকারি প্রকল্পের সুবিধাও পাওয়া যায়।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowরাজস্থানে ৪৫০ টাকায় গ্যাস সিলিন্ডার
রাজ্য সরকারের নতুন ঘোষণায় জানানো হয়েছে, রাজস্থানের সব রেশন কার্ডধারী পরিবার এখন মাত্র ৪৫০ টাকায় LPG গ্যাস সিলিন্ডার পাবেন। এত দিন এই সুবিধা প্রধানত উজ্জ্বলা যোজনার আওতায় দেওয়া হত। কিন্তু এখন সাধারণ রেশন কার্ডধারীরাও এর সুবিধা পাবেন।
কীভাবে মিলবে এই সুবিধা
এই স্কিমের আওতায় সুবিধা পেতে হলে রেশন কার্ডধারীদের অবশ্যই তাদের LPG ID রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক করতে হবে। লিঙ্ক সম্পূর্ণ হলে নির্ধারিত দামে গ্যাস সিলিন্ডার পাওয়া সম্ভব হবে।
কত পরিবার উপকৃত হবে
বর্তমানে রাজস্থানে এক কোটি পরিবারের বেশি মানুষ কম দামে রেশন পাচ্ছেন। তার মধ্যে প্রায় ৩৭ লক্ষ পরিবার উজ্জ্বলা যোজনার আওতায় ৪৫০ টাকায় সিলিন্ডার পেতেন। নতুন প্রকল্প চালু হলে প্রায় ৬৮ লক্ষ পরিবার এর সুবিধা পাবেন। ফলে রাজ্যের গরিব ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের উপর থেকে আর্থিক চাপ অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে।