Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Lpg cylinder: মাত্র ৪৫০ টাকায় পাওয়া যাচ্ছে গ্যাস সিলিন্ডার, বুক করতে চটজলদি করুন এই কাজ

ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির কারণে এলপিজি সিলিন্ডারের দাম এখন অনেকটাই বেড়ে গিয়েছে এবং মানুষের পকেটের বোঝা অনেকটা বাড়িয়ে দিয়েছে এই সিলিন্ডার। এমন পরিস্থিতিতে রাজ্যের মানুষকে বিশেষ স্বস্তি দিতে সস্তায় সিলিন্ডার দেওয়ার ঘোষণা…

Avatar

ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির কারণে এলপিজি সিলিন্ডারের দাম এখন অনেকটাই বেড়ে গিয়েছে এবং মানুষের পকেটের বোঝা অনেকটা বাড়িয়ে দিয়েছে এই সিলিন্ডার। এমন পরিস্থিতিতে রাজ্যের মানুষকে বিশেষ স্বস্তি দিতে সস্তায় সিলিন্ডার দেওয়ার ঘোষণা করেছে রাজস্থান সরকার। এই প্রকল্পের অধীনে এখন মাত্র ৪৫০ টাকায় সিলিন্ডার দেওয়া হবে রাজ্যের মানুষদের। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য ব্যক্তিরা শুধুমাত্র একবার সিলিন্ডার কিনতে পারবেন। রাজস্থানের পূর্ববর্তী অশোক গেহলোট সরকার ৫০০ টাকায় গ্যাস সিলিন্ডার দেওয়ার প্রকল্পটি বাস্তবায়িত করেছিল। তবে এবারে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী ভজন লাল আরো ৫০ টাকা কমে গ্যাস সিলিন্ডার দেওয়ার ঘোষণা করেছেন। অর্থাৎ এবারে রাজস্থানে ব্যক্তিরা মাত্র ৪৫০ টাকায় গ্যাস সিলিন্ডার পেয়ে যাবেন।

রাজস্থান সরকার সাধারণ মানুষকে সস্তায় গ্যাস সিলিন্ডার দেওয়ার লক্ষ্যে একটা নতুন প্রকল্প শুরু করেছে যার মাধ্যমে মাত্র ৪৫০ টাকায় গ্যাস সিলিন্ডার দেওয়ার বিধান কার্যকর করা হয়েছে। এই প্রকল্পের সুবিধা তারা নিচ্ছেন যাদের প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার কার্ড এবং ভর্তুকি সুবিধা রয়েছে। এছাড়াও সেই ব্যক্তিকে অবশ্যই বিপিএল তালিকাভুক্ত হতে হবে। পাশাপাশি জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের সাথে ওই ব্যক্তিকে সংযুক্ত থাকতে হবে। সঙ্গেই ওই গ্রাহকের কেওয়াইসি থাকতে হবে গ্যাসের সাথে লিঙ্ক করা।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের অধীনে যোগ্য পরিবারকে ৪৫০ টাকায় এলপিজি গ্যাস সিলিন্ডার দেওয়ার ঘোষণা করেছেন। তবে এরপরে গ্যাস অপারেটরদের জন্য একটা নতুন সমস্যা দেখা দিয়েছে। অনেক গ্রাহক এই প্রকল্পের তথ্যের অভাবে আবেদন করতে পারছেন না। এর কারণে কিন্তু তাদেরকে সিলিন্ডারের সম্পূর্ণ মূল্য অর্থাৎ ৮২১ টাকা করে দিতে হচ্ছে। প্রকল্প অনুযায়ী ভর্তুকির পরিমাণ এবারে গ্রাহকদের একাউন্টে জমা হবে।

About Author